মিশরিয়ান তারকা

মোহাম্মদ সালাহর মেয়ে মক্কার রমজানে টেলিভিশন অভিষেক

মিশরের ভীষণ জনপ্রিয় সিরিজি কামেল এল আদাদ। এর আগের দুইটি সিরিজ ভালোই সাড়া ফেলেছে দর্শক পাড়ায়। এবার রমজানেই আসছে এই সিরিজটির তৃতীয় পর্ব। অন্য বারের তুলনায় এবারের সিরিজে দারুণ আগ্রহ দেখা যাচ্ছে দর্শক মহলে। এর অন্যতম কারণ হলো লিভারপুল তারকা মোহাম্মদ সালার মেয়ে মক্কা।

salah
সংগৃহীত

মিশরিয়ান ফরোয়ার্ড ও তারকা ফুটবলার মোহাম্মদ সালাহর মেয়ে মক্ককে আসছে রমজানে টেলিভিশনের পর্দায় দেখা যাবে। এর আগে মক্কাকে বাবার সাথে মাঠে দেখা গেলেও এবার টেলিভিশনে অভিষেক হতে যাচ্ছে তার। অতিথি তারকা হিসেবে হিট মিশরীয় সিরিজ কামেল এল আদাদ-এ মক্কার এই অভিষেক যাত্রা।

এই সিরিজের পরিচালক খালেদ এল হালাফাউই বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এবার সিরিজের তৃতীয় অংশে নতুন নতুন তারকারা থাকছেন এবং মক্কা মোহাম্মদ সালাহর বিশেষ উপস্থিতি থাকবে এ পর্বে।’

মিশরের ভীষণ জনপ্রিয় সিরিজি কামেল এল আদাদ। এর আগের দুইটি সিরিজ ভালোই সাড়া ফেলেছে দর্শক পাড়ায়। এবার রমজানেই আসছে এই সিরিজটির তৃতীয় পর্ব। অন্য বারের তুলনায় এবারের সিরিজে দারুণ আগ্রহ দেখা যাচ্ছে দর্শক মহলে। এর অন্যতম কারণ হলো লিভারপুল তারকা মোহাম্মদ সালার মেয়ে মক্কা।

এর আগে মক্কা মাঝে মধ্যে অভিনয় করলেও টেলিভিশনের নতুন দুনিয়ায় হাজির হচ্ছেন প্রথমবারের মতো। এজন্য তাকে নিয়ে সালাহর পরিবারে আলাদা আমেজ। আনন্দ আর আমেজে মেতে উঠছে পুরো পরিবার। মক্কার নতুন দুনিয়ার জার্নিতে সামনে স্বপ্নকে জয় করার প্রত্যাশা তাদের।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, মোহাম্মদ সালাহর পরিবারও এই টেলিভিশন সিরিজটি দেখে। এ নিয়ে তাদেরও বাড়তি উৎসাহ কাজ করছে। মক্কার চরিত্র কেমন হবে তা দর্শকদের আকর্ষণ হিসেবে গোপন রাখা হয়েছে।

পরিচালক এল হালাফাউই মক্কার অভিনয়ে মুগ্ধ হয়ে বলেন, ‘আমি মক্কাকে নিয়ে প্রথম দিকে চিন্তিত ছিলাম। কিন্তু সে তার অভিনয় দিয়ে আমাকে মুগ্ধ করেছে। দারুণভাবে সে অভিনয় করেছে। খুব ভালোভাবে আরবি বলেছে মক্কা। এতে আমি অনেক আনন্দিত।’