ঢাকা প্রিমিয়ার লিগ

আবাহনী-মোহামেডানের হোঁচট, প্রাইম ব্যাংকের জয়

শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। যেখানে শুরুর দিনে তিন ভেন্যুতে মাঠে নেমেছিল ছয় দল। বিকেএসপিতে লড়ছিল মোহামেডান ও গুলশান ক্রিকেট ক্লাব।

m-2

ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনেই ঘটেছে অঘটন। হোঁচট খেয়েছে আবাহনী-মোহামেডান। হার দিয়ে আসর শুরু হয়েছে ঐতিহ্যবাহী দু’ ক্লাবের। তাদের হারিয়ে চমকে দিয়েছে অগ্রণী ব্যাংক ও গুলশান ক্রিকেট ক্লাব।

সোমবার (৩ মার্চ) থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। যেখানে শুরুর দিনে তিন ভেন্যুতে মাঠে নেমেছিল ছয় দল। বিকেএসপিতে লড়ছিল মোহামেডান ও গুলশান ক্রিকেট ক্লাব।

যেখানে মোহামেডানকে বড় ব্যবধানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। সাদা-কালোদের ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগে শুভ সূচনা করলো গুলশানের ক্লাবটি। জয়ের নায়ক ইফতেখার ইফতি।

এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করে ইফতি তুলে নেন আসরের প্রথম সেঞ্চুরি। তার ১০৮ রানে ভর করে গুলশান পায় প্রায় তিন শ’ ছোঁয়া স্কোর। ওপেনার জাওয়াদ আবরার করেন ৮৬ বলে ৭৫ রান।

তাছাড়া ৪৭ রান আসে হাবিবুর শেখের ব্যাটে। মোহামেডানের হয়ে ৪ উইকেট নেন আবু হায়দার রনি। ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৯৮ রান।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে মোহামেডান। ব্যর্থ ছিলেন অধিনায়ক তামিম ইকবালসহ অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও। তামিম ২২, মুশফিক ৭ ও মাহমুদউল্লাহ করেন ১০ রান।

মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন আরিফুল ইসলাম। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৩১ রান। ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতেও আলো ছড়ান ইফতি। একাই তুলে নেন ৩ উইকেট।

তার অলরাউন্ড নৈপুণ্যে শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে মেহামেডান সংগ্রহ করতে পারে ১৯১ রান।

ইফতির ৩ উইকেট ছাড়া দু’টি করে উইকেট শিকার করেন ইলিয়াস সানি ও আজিজুল হাকিম তামিম।

দিনের অন্য ম্যাচে মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীও বড় ধাক্কা খেয়েছে। কাগজে-কলমে অনেক দুর্বল দল অগ্রণী ব্যাংকের কাছে ৬ উইকেটে হেরেছে তারা। ৯৪ বলে ৯৪ রানের ইনিংস খেলে দলকে জেতান অধিনায়ক ইমরুল কায়েস।

মিরপুরে আগে ব্যাট করে পারভেজ ইমনের ৭৪ বলে ৫০ ও মোসাদ্দেক হোসেন সৈকতের ৬৫ বলে ৭৩ রানের ইনিংসে সব কয়টি উইকেট হারিয়ে ২৩৪ রান তুলে আবাহনী। বল হাতে ৪ উইকেট নেন শহিদুল ইসলাম।

জবাব দিতে নেমে অধিনায়ক ইমরুল ছাড়াও রানের দেখা পান দু’ ওপেনার সাদমান ইসলাম (৪৬) ও ইমরানুজ্জামান (৩৫)। শেষ দিকে ৪৪ রান করেন অমিত হাসান। ৪৫ ওভারেই জয় নিশ্চিত হয় অগ্রণী ব্যাংকের।

দিনের অন্য ম্যাচে রুপগঞ্জ টাইগার্সকে ৩ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। জয়ের নায়ক শামিম পাটোয়ারী। ৮৩ বলে অপরাজিত ৯৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাছাড়া শাহাদাত দিপু করেন ৩৯ বলে ৫৪ রান।