সিটিতে নতুন মেসি, পেলেন জার্সি নম্বর
`সিটির খেলোয়াড় হিসেবে পরিচয় দিতে পারা আনন্দের মন্তব্য করে এচেভেরি বলেন, ‘আমি গর্বিত। সিটিতে এসে বেশ ভালোই লাগছে। আমি কতোটা রোমাঞ্চিত তা বলে বোঝানো যাবে না। এ পরিচয় আমার জন্য আনন্দের।’

ট্রেবলজয়ী সিটি পেল নতুন মেসির দেখা। পেলেন একই জার্সি নম্বরও। ম্যানচেস্টার সিটির সাথে আগেই চুক্তি হয়েছে ক্লদিও এচেভেরির।
উদীয়মান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড ২০২৪ সালের জানুয়ারিতে রিভার প্লেট থেকে সিটির তালিকায় নাম লেখান। রিভার প্লেটে ধারেই ছিলেন তিনি। লম্বা অপেক্ষার পর এবার ট্রেবলজয়ী সিটির নতুন মেসি হিসেবে জায়গা করে নিল এচেভেরি।
এচেভেরি জানুয়ারিতে যোগ দেয়ার কথা থাকলেও অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে যোগ দেয়ায় তা আর হয়ে উঠেনি। এবার সিটির হয়ে মাঠে দেখা যাবে তাকে। পেয়েছেন নতুন জার্সিও। সিটির হয়ে ৩০ নম্বর জার্সিতে মাঠে নামবেন নতুন মেসি।
ম্যানচেষ্টার সিটির সাথে এচেভেরির চুক্তি ২০২৮ সাল পর্যন্ত। আগের ক্লাব রিভার প্লেট থেকে এক কোটি ২৫ লাখ পাউন্ডে সাড়ে চার বছরের চুক্তিতে ২০২৪ সালের জানুয়ারিতে সিটির তালিকায় নেয় ইংলিশ ক্লাবটি।
সিটির খেলোয়াড় হিসেবে পরিচয় দিতে পারা আনন্দের মন্তব্য করে এচেভেরি বলেন, ‘আমি গর্বিত। সিটিতে এসে বেশ ভালোই লাগছে। আমি কতোটা রোমাঞ্চিত তা বলে বোঝানো যাবে না। এ পরিচয় আমার জন্য আনন্দের।’
এচেভেরি আরো বলেন, আমার স্বপ্ন ছিল ইউরোপের সেরা দলে নিজেকে দেখা। এখন সেই স্বপ্নের অনেকটা কাছাকাছি এলাম। সিটি বর্তমান সময়ের সেরা দলগুলোর মধ্যে অন্যতম। ট্রফির বিবেচনা বাদেও তারা মাঠে খেলেনও দুর্দান্ত। ভালো ফুটবলে সিটি নজির রেখেছে।’