চ্যাম্পিয়ন্স লিগ

যে আইনে বাতিল হলো আলভারেজের পেনাল্টি

আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ শট নিয়ে ফিরে যাওয়ার পর শুরু হয় ওই পেনাল্টি নিয়ে নানান বিতর্ক। ইতোমধ্যে রিয়াল মাদ্রিদের ফেদেরিকো ভালভের্দে পেনাল্টি নিতে আসেন। তবে রেফারি শিমন মারচিনিয়্যাক খেলা থামিয়ে দেন। ভিএআর রিভিউয়ের জন্য অপেক্ষা করতে বলেন তিনি।

alvarez
সংগৃহীত

নয়া দিগন্ত অনলাইন

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় অ্যাতলেটিকোকে পেনাল্টি শ্যুট আউটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। টাইব্রেকারে অ্যাতলেটিকোর হয়ে দ্বিতীয় শট নিতে আসেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।

ওই পেনাল্টিতে আলভারেজ গোল করলেও পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সেই পেনাল্টি যাচাই শুরু করেন। এর মধ্যে রিয়াল মাদ্রিদের ভালভার্দে বক্সে চলে আসেন পেনাল্টি নিতে। ঠিক তখনই ভিএআর আলভারেজের নেয়া পেনাল্টি বাতিল করে। সেই পেনাল্টি নিয়ে উঠেছে নানান বিতর্কের ঝড়।

খেলা শুরুর প্রথম মিনিটেই কনর গ্যালাঘারের গোলে অ্যাতলেতিকো মাদ্রিদ এগিয়েছিল। ম্যাচের শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রাখলো আলভারেজের দল। তবে দুই লেগ মিলিয়ে তখনও ২-২ গোলে সমতা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে প্রথমে অতিরিক্ত ৩০ মিনিটের খেলা শুরু হয়। এতেও কোনো পক্ষ গোলের দেখা না পেলে অবশেষে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে।

রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহাম এবং অ্যাতলেতিকোর আলেকজান্ডার সোরলথ ইতোমধ্যে দারুণ শট নিয়েছেন। পরে আলভারেজ দ্বিতীয় শট নিতে আসেন। তিনি দৌড়ে এসে বল মারতে গিয়ে হালকা পা পিছলে যান। তবুও বল জালে পাঠিয়েছেন আলভারেজ।

আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ শট নিয়ে ফিরে যাওয়ার পর শুরু হয় ওই পেনাল্টি নিয়ে নানান বিতর্ক। ইতোমধ্যে রিয়াল মাদ্রিদের ফেদেরিকো ভালভের্দে পেনাল্টি নিতে আসেন। তবে রেফারি শিমন মারচিনিয়্যাক খেলা থামিয়ে দেন। ভিএআর রিভিউয়ের জন্য অপেক্ষা করতে বলেন তিনি।

আলভারেজের বলে দুই পায়ের টাচ লাগার বিষয়ে রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া রেফারির দৃষ্টি আকর্ষণ করে বলেন, পরে রেফারি ভিএআর চেক করার সিদ্ধান নেন। ভিএআর পর্যালোচনায় দেখা যায়, শট নিতে গিয়ে হালকা পিছলে যাওয়ার সময় আলভারেজের দুই পায়ে বলের টাচ লাগে আলভারেজের। তার বাঁ পা ছুঁয়ে যাওয়ার পর ডান পায়ে তিনি শট আলভারেজ।

ফিফা রুলস বিশেষজ্ঞ ক্রিস্টিনা উনকেল বলেন, ‘ভিএআর (বল-ট্র্যাকিং প্রযুক্তির) সাহায্যে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। বল যদি দুইবার স্পর্শ করা হয়, তা ফাউল হিসেবে গণ্য হবে।’