ছুটছেন রোনালদো, ছুটছে আল নাসর

রোনালদো ছুটছেন, ছুটছে তার দলও। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শেষ আট নিশ্চিত করেছে আল নাসর। দলের জয়ে অবদান রেখেছেন সিআর সেভেন। পেনাল্টি থেকে গোল পেয়েছেন পর্তুগিজ এই তারকা।
আজ মঙ্গলবার ভোরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ইরানের ক্লাব এস্তেঘলাল এফসির মুখোমুখি হয় আল নাসর। যেখানে ৩-০ গোলে জয় পেয়েছে তারা। জোড়া গোল করেন ডুরাম। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় অ্যাগ্রিগেডে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি।
ম্যাচের নবম মিনিটেই প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে নাসরকে এগিয়ে দেন দলের নতুন তারকা ডুরান। যা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে তার প্রথম গোল।
দ্বিতীয় গোলটি আসে রোনালদোর পা থেকে। ২৭তম মিনিটে নাসরকে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন তিনি। যা তার ক্যারিয়ারের ৯২৭তম গোল। এই গোলে দারুণ এক মাইলফলক স্পর্শ করেন সিআর সেভেন।
বুড়ো রোনালদো এবার ছাড়িয়ে গেলেন তরুণ রোনালদোকেও। বয়স ৩০ হওয়ার আগে যেখানে তিনি করেছিলেন ৪৬৩ গোল। আর ৩০-এর পর রোনালদোর গোল সংখ্যা এখন ৪৬৪।
পাশাপাশি এই গোল দিয়ে ক্যারিয়ারে হাজারতম গোলের মাইলফলক স্পর্শের পথেও আরেক ধাপ এগোলেন রোনালদো। এখন রোনালদোর গোল সংখ্যা হলো ৯২৭টি। এখন আর মাত্র প্রয়োজন ৭৩ গোল।
এরপর লম্বা সময় গোল না এলেও ম্যাচ শেষ হবার ছয় মিনিট আগে এস্তেঘলালের কফিনে শেষ পেরেকটি ঢোকান জন ডুরান। এঞ্জেলোর পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এই কলম্বিয়ান। এস্তেঘলালের হয়ে কেউ কোনো গোল করতে না পারলে বড় জয় পায় আল নাসর।