বিশ্বকাপ বাছাইপর্ব

ইনজুরি কাটিয়ে দলে ফিরল নেইমার

‘বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র। সেই তালিকায় আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমারও।’

neymar
সংগৃহীত

নয়া দিগন্ত অনলাইন

মাঠের বাইরে লম্বা সময়ের ইনজুরি কাটিয়ে আবারো দলে ফিরেছেন নেইমার জুনিয়র। ১৭ মাস বাইরে থাকার পর অবশেষে ব্রাজিল জাতীয় দলে ফিরছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র। সেই তালিকায় আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমারও।

শেষবার হলুদ জার্সিতে ২০২৩ সালের অক্টোবরে মাঠে দেখা গেছে নেইমারকে। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের সে ম্যাচে এসিএল চোট নিয়ে মাঠের বাইরে গেলেন তিনি। এজন্য লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। পরে অস্ত্রোপাচার শেষে ধীরে ধীরে মাঠে ফিরেন ব্রাজিলিয়ান এই তারকা।

চলতি বছরের জানুয়ারির দিকে আরবের ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন নেইমার। এর মধ্যে ৮ ম্যাচে করেছেন ২ গোল একইসাথে সতীর্থদের দিয়ে করালেন আরো তিনটা। এখন আগের চেয়ে ফিটনেসে অনেকটা ভালো আছেন। নতুন কোচ দরিভালের অধীনে প্রথমবার খেলার সুযোগ পাচ্ছেন নেইমার।

জাতীয় দলের হয়ে খেলেছেন তিনটি বিশ্বকাপ। উল্লেখযোগ্য অর্জন না থাকলেও এ পর্যন্ত ১২৮ ম্যাচে করেছেন ৭৯ গোল। ২০২৬ বিশ্বকাপে খেলার আগ্রহও আছে ব্রাজিলিয়ান এই তারকার।

গেল রোববার ব্রাগান্টিনোর বিপক্ষে ২-০ গোলের জয়ে গোল করেছেন নেইমার। সান্তোসের হয়ে শেষ চার ম্যাচে তৃতীয় গোল তার। ইনজুরি থেকে ফেরার পর এখন আগের তুলনায় বেশ ভালোই যাচ্ছে মাঠের দিন।

বিশ্বকপ বাচাইপর্বে ২৩ সদস্যের ব্রাজিল স্কোয়াডে নেইমার ছাড়াও দলে রাখা হয়েছে লিভারপুলের গোলকিপার আলিসন বেকারকে। তবে দলের ৫২ জনের প্রাথমিক স্কোয়াড থেকে রিয়াল বেতিসের জার্সিতে উড়ন্ত ফর্মে থাকা আন্তোনিও বাদ পড়েছেন।

ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেন, ‘নেইমারকে নিয়ে নতুন কিছু বলার নেই। তার দক্ষতা ও খেলার কৌশল তাকে মাঠের পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে। আমরা অপেক্ষায় ছিলাম তার ফেরার জন্য। আশা করছি, নেইমার ভালো করবে। তার ওপর অতিরিক্ত দায়িত্ব চাপাবো না।’

বিশ্বকপ বাচাইপর্বে ২৩ সদস্যের ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: এলিসন বেকার, বেন্তো, এডারসন।

ডিফেন্ডার: দানিলো, গ্যাব্রিয়েল মাগালেস, গুইলেহরমো আরানা, লিও অরটিজ, মার্কিনিউস, মুরিল্লিও, ভেন্দারসন, ভেসলি।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গেরসন, জোয়েলিন্টন, ম্যাথিউস কুনা, নেইমার জুনিয়র।

ফরোয়ার্ড: এস্টিভাও, জোয়াও পেদ্রো, রাফিনিয়া, রদ্রিগো, সাবিনিয়ো, ভিনিসিয়ুস জুনিয়র।