চোটের ধাক্কায় বিপর্যস্ত রিয়াল

‘এখন সেবায়োসের মাঠের বাইরে থাকা রিয়ালের জন্য হতাশার খবর। চলতি মৌসুমে তিনি রিয়ালের হয়ে নিয়মিতই মাঠে নামছেন। অনেকটা দারুণ ফর্মে খেলা চালিয়ে যাচ্ছেন এই মিডফিল্ডার। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলেছেন তিনি।’

r-madrid
ছবি : নয়া দিগন্ত

একের পর এক চোটের ধাক্কায় বিপর্যস্ত রিয়াল। ইনজুরি সমস্যা যেন পিছু ছাড়ছে না। একজন মাঠে ফিরে তো আরেকজন মাঠের বাইরে। এবার মাঠের বাইরে ছিটকে গেলেন মিডফিল্ডার দানি সেবায়োস।

বৃহস্পতিবার নিশ্চিত করেছে, হ্যামস্ট্রিং চোটের কারণে এবার ছিটকে পড়েছেন সেবায়োস। কবে মাঠে ফিরবে তা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না।

রিয়াল সূত্রে জানা গেছে, ‘রিয়াল মাদ্রিদের মেডিকেল সার্ভিস টিম আমাদের খেলোয়াড় সেবায়োসের পরীক্ষা করেছে। পরীক্ষার পরে বাম পায়ের একটি টেন্ডনসহ সেমিমব্রানাস পেশিতে আঘাত ধরা হয়েছে। তার ভালো হওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এজন্য দুই মাস মাঠের বাইরে থাকতে পারেন তিনি।

গেল বুধবার রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামেন সেবায়োস। শুরুর একাদশেই ছিলেন তিনি। কোপা দেলরেতে প্রথম লেগের ম্যাচেই প্রতিপক্ষের ফরোয়ার্ড কুবোর সাথে সংঘর্ষের পর মাঠ ছাড়তে হয় এই মিডফিল্ডারকে।

এখন সেবায়োসের মাঠের বাইরে থাকা রিয়ালের জন্য হতাশার খবর। চলতি মৌসুমে তিনি রিয়ালের হয়ে নিয়মিতই মাঠে নামছেন। অনেকটা দারুণ ফর্মে খেলা চালিয়ে যাচ্ছেন এই মিডফিল্ডার। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলেছেন তিনি।

এর আগে ইনজুরির কারণে চলতি মৌসুমের শুরুতেই ছিটকে গেলেন রিয়ালের দুই ডিফেন্ডার এদের মিলিতাও ও দানি কারভাহাল। চোট কাটিয়ে মাঠে ফিরেছেন ডিফেন্ডার ডেভিড আলাবা। তবে এখনো মাঠের বাইরে আছেন অদম্য মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। এর ফলে একের পর এক চোটের মিছিল সামাল দিতে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়ছে রিয়াল মাদ্রিদ।