১ মার্চ থেকে জাতীয় দলের ক্যাম্প

২৭ ফুটবলার রিপোর্ট করেছেন

২৭ জন ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করলেও তিনজন রিপোর্ট করেননি।

আগামীকাল ১ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। এ জন্য আগামীকাল রিপোর্ট করার কথা ছিল ফুটবলারদের। তবে ৩০ ফুটবলারের সবাই রিপোর্ট করেনি। ২৭ জন ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করলেও তিনজন রিপোর্ট করেননি। এদের মধ্যে সাদউদ্দিন আগামীকাল রিপোর্ট করবেন। আর দু’ প্রবাসী ফাহমিদুল সৌদি আরবে ক্যাম্পের সময় যোগ দেবেন। হামজা বাংলাদেশে এসে এরপর ক্যাম্পে উঠবেন।