বদলা নিতে চায় নারী দল
শনিবার রাত ১০টার দিকে দুবাইয়ে আমিরাতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল।

ক্রীড়া প্রতিবেদক
প্রথম ম্যাচে র্যাংকিংয়ে ১১৬ থাকা সংযুক্ত আরব আমিরাতের কাছে ১-৩ গোলে হার। এতে ১৩২ এ থাকা বাংলাদেশ নারী ফুটবল দল সাফ ফুটবলের পর প্রথম ম্যাচেই হারের তেতো স্বাদ পেল। এখন তাদের প্রতিশোধ নেয়ার মিশন।
এ লক্ষ্য নিয়েই শনিবার রাত ১০টার দিকে দুবাইয়ে আমিরাতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল।
সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, ঋতু পর্না চাকমাসহ আট ফুটবলার কোচ পিটার বাটলারের বিপক্ষে বিদ্রোহ করে। ফলে তাদের বাদ দিয়ে অতীতে জাতীয় দলে খেলা নয় ফুটবলারকে নিয়ে আমিরাত যান বাটলার। এরপরও এই অনভিজ্ঞরা যে দারুণ ম্যাচ খেলেছেন আমিরাতের বিপক্ষে তা বেশ প্রশংসনীয়।