বসুন্ধরায় আর্জেন্টিনার স্ট্রাইকার

শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস (২০)। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে দলটি ভুগেছে স্ট্রাইকার সঙ্কটে। ফ্রান্সের স্ট্রাইকার জেরার্গ খাসা ইনজুরির জন্য খেলতে পারেননি। ফলে নতুন বিদেশী স্ট্রাইকারের সন্ধানে ছিল তারা। শেষ পর্যন্ত আর্জেন্টিনার একজন স্ট্রাইকারকে রেজিস্ট্রেশন করিয়েছে তারা। তার নাম হুয়ান অ্যাডোয়াডো লেসকানো।

শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস (২০)। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে দলটি ভুগেছে স্ট্রাইকার সঙ্কটে। ফ্রান্সের স্ট্রাইকার জেরার্গ খাসা ইনজুরির জন্য খেলতে পারেননি। ফলে নতুন বিদেশী স্ট্রাইকারের সন্ধানে ছিল তারা। শেষ পর্যন্ত আর্জেন্টিনার একজন স্ট্রাইকারকে রেজিস্ট্রেশন করিয়েছে তারা। তার নাম হুয়ান অ্যাডোয়াডো লেসকানো। এছাড়া ঘানার স্ট্রাইকার ইভান্স ইতিকেও নিয়েছে তারা। ব্রাজিলের ডিফেন্ডার ডেসিয়েল ইলিস ডস সান্তোসকেও দলে নিয়েছে বসুন্ধরা কিংস। তিনি সর্বশেষ চীনের ক্লাবে খেলেন। লেসকানো গত বছর খেলেছিলেন চাইনিজ লিগে। এর আগে ফিনল্যান্ডের লিগ, অস্ট্রেলিয়ান প্রিমিয়ার লিগ, ইসরাইলের লিগ এবং রাশিয়ার লিগে খেলেছেন। ৩২ বছর বয়সী ৬ ফুট ২ ইঞ্চি লম্বা এই স্ট্রাইকারের ই্য়ুথ ক্যারিয়ার কেটেছে রিয়াল মাদ্রিদ ও লিভার পুলে। চায়না লিগে চংকিউইংয়ের হয়ে ১১ ম্যাচে ৩ গোল, ফিনল্যান্ডের হাকা ক্লাবের জার্সীতে ২০ ম্যাচে ৯ গোল করেছেন। ২০ ম্যাচে ৬ গোল করেছেন অস্ট্রেলিয়ার ব্রিসবেন রোকারের হয়ে।

অন্যদিকে ক্লাব হীন ইভান্স ইতির নতুন ঠিকানা হয়েছে বসুন্ধরা কিংস। ১ জানুয়ারি থেকে ক্লাব হীন এই ফুটবলার। আগে তিনি চিনের লিগে খেলেছেন।

বসুন্ধরা কিংসের সাথে পাওনা নিয়ে ঝামেলা আছে সাবেক অধিনায়ক রবসন রবিনহোর। বর্তমানে ব্রাজিল লিগে খেলা রবিনহো বিষয়টি ফিফার কাছে অভিযোগ করেছে। এর জবাবে বসুন্ধরা কিংসও ফিফার কাছে পাল্টা অভিযোগ করেছে এই ব্রাজিলিয়ানটির বিপক্ষে।

রহমতগঞ্জ নিয়েছে স্ট্রাইকার সলোমন কিংকে।