মেসিকে হারানোর ভয় মায়ামিতে

‘ছয় দিনে তিনটি ম্যাচ খেলা, আবহাওয়ার পরিবর্তনে অনেকটা ক্লান্ত মেসি। টানা তিন ম্যাচে অনেকটা চাপ গেছে তার ওপর। আমরা তাকে নিরাপদে ব্যবহার করতে চাই। ইনজুরি এড়াতে তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

Messi
লিওনেল মেসি

নয়া দিগন্ত অনলাইন

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মাঠের প্রতিযোগিতায় নকআউট পর্বের খেলা চলছে মায়ামির। দলে নেই বিশ্বজয়ী তারকা লিওনেল মেসি। তবে কী চোটের কারণে দলের বাইরে আছেন তিনি? এ নিয়ে মেসিকে হারানোর ভয় ইন্টার মায়ামিতে।

হাসটন ডায়নামোর বিপক্ষে মাঠে দেখা যায়নি মেসিকে। কোচ হাভিয়ের মাশ্চেরানো তাকে মাঠে খেলাননি। দর্শকরা মেসিকে দেখার জন্যই টিকিট নিয়েছিল। মেসি না থাকাতে ডায়নামো ভক্তদের খেলাটি ফ্রিতে দেখার সুযোগ দিয়েছে। মেসি ছাড়াও ওই ম্যাচে ইন্টার মায়ামি জয় পেয়েছে ৪-১ গোলে।

ম্যাচ শেষে মেসির বিষয়ে কোচ মাশ্চেরানো জানান, ‘বিশ্বজয়ী তারকা লিও মেসি খুব ক্লান্ত অনুভব করছিলেন। এজন্য তাকে মাঠে নামাননি। ঝুঁকি নিয়ে মাঠে নামলে ইনজুরিতে পড়তে হতো এই আর্জেন্টাইন তারকাকে। তাই মেসিকে ইনজুরি থেকে নিরাপদ রাখতে মাঠে নামানো হয়নি।’

তিনি বলেন, ‘ছয় দিনে তিনটি ম্যাচ খেলা, আবহাওয়ার পরিবর্তনে অনেকটা ক্লান্ত মেসি। টানা তিন ম্যাচে অনেকটা চাপ গেছে তার ওপর। আমরা তাকে নিরাপদে ব্যবহার করতে চাই। ইনজুরি এড়াতে তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

মেসির সাবেক বার্সেলোনা ও আর্জেন্টিনা সতীর্থ মাশ্চেরানো জানান, ‘এরই মধ্যে দলের অনেকে ইনজুরিতে আছেন। নতুন করে মেসির জন্য আমরা ঝুঁকি নিতে চাইনি। তাকে বিশ্রাম না দিলে কিংবা ইনজুরিতে পড়লে আমরা তাকে এক মাসের জন্য হারাতে হতো। আগামী ১৩ মার্চ কিংস্টনে ফিরতি লেগের ম্যাচে মাঠে ফিরতে পারেন আর্জেন্টাইন তারকা মেসি।