ফুটবল
৬৪ দেশ নিয়ে হতে পারে ২০৩০ বিশ্বকাপ
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিষয়টি নিয়ে আরো বিশদ আলোচনার আশ্বাস দিয়েছেন।
বদলা নিতে চায় নারী দল
শনিবার রাত ১০টার দিকে দুবাইয়ে আমিরাতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল।
ক্রীড়াঙ্গনে ফিরছেন লোকমান, ২ মামলা থেকে খালাস
`২০১৯ সালের অক্টোবর মাসে লোকমান হোসেন ভূঁইয়ার বিপক্ষে মামলা করা হয়। আর দুই মামলা থেকেই আদালত তাকে খালাস দেয় ২৬ জানুয়ারি ২০২৫-এ।'
২৭ ফুটবলার রিপোর্ট করেছেন
২৭ জন ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করলেও তিনজন রিপোর্ট করেননি।
বসুন্ধরায় আর্জেন্টিনার স্ট্রাইকার
শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস (২০)। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে দলটি ভুগেছে স্ট্রাইকার সঙ্কটে। ফ্রান্সের স্ট্রাইকার জেরার্গ খাসা ইনজুরির জন্য খেলতে পারেননি। ফলে নতুন বিদেশী স্ট্রাইকারের সন্ধানে ছিল তারা। শেষ পর্যন্ত আর্জেন্টিনার একজন স্ট্রাইকারকে রেজিস্ট্রেশন করিয়েছে তারা। তার নাম হুয়ান অ্যাডোয়াডো লেসকানো।