বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, ঘিরে আছে শঙ্কা
বৃষ্টির কারণে থমকে আছে খেলা। মাঠে নামতে পারেননি ক্রিকেটাররা। প্রবল বর্ষণ হচ্ছে রাওয়ালপিন্ডিতে, উঠানো হয়নি কাভারও।

সেমিফাইনাল সমীকরণ শেষ আগেই, টানা দুই হারে বাংলাদেশ ছিটকে শিরোপার দৌড় থেকেও। এবার শেষ ম্যাচে স্বস্তির একটা জয়ের খুঁজে টাইগাররা। একটা সান্ত্বনার জয় নিয়ে ফিরতে চায় দেশে।
সেই লক্ষ্যে আজ বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। খেলা শুরু হওয়ার কথা ছিল দুপুর ৩টায়। সেই মতে টস হতো আরো ৩০ মিনিট আগে, দুপুর ২টা ৩০ মিনিটে।
তবে মাঠে নামা তো দূর, এখনো টসও করা হয়নি। বৃষ্টির কারণে থমকে আছে খেলা। মাঠে নামতে পারেননি ক্রিকেটাররা। প্রবল বর্ষণ হচ্ছে রাওয়ালপিন্ডিতে, উঠানো হয়নি কাভারও।
অবশ্য বৃষ্টি সম্ভাবনা আগে থেকেই ছিল। গতকাল রাতেও বৃষ্টি হয়েছে বেশ। জানা গেছে সকালে একটু থামলেও আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল। এখনো বৃষ্টি হচ্ছে। আপাতত থামার কোনো লক্ষ্মণ নেই। ফলে অনিশ্চয়তায় এই ম্যাচ।
এদিকে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থাও অতটা ভালো না। বৃষ্টি থামলেও খেলা শুরু হওয়া নিয়ে আছে অনিশ্চয়তা। এমনকি আছে খেলা ভেস্তে যাওয়ার শঙ্কাও।