এশিয়া কাপ

এশিয়া কাপ নিয়ে নতুন খবর, কঠিন গ্রুপে বাংলাদেশ

জানা গেছে, বিশ্বকাপের প্রস্তুতি সারতে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। টুর্নামেন্ট জুড়ে মোট ১৯টি ম্যাচ হবে। ৮ দলের এই টুর্নামেন্টের আয়োজক ভারত হলেও ভারত-পাকিস্তান রেষারেষির জেরে তা সরে যেতে পারে সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায়।

asia cup
সংগৃহীত

এখনো শেষ হয়নি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপার লড়াই। এরমাঝেই বেজে উঠেছে এশিয়া কাপের ডামাডোল। চলতি বছরেই মাঠে গড়াচ্ছে এশিয়ান ক্রিকেটে শ্রেষ্ঠত্বের এই আসর।

ক্রিকেট দুনিয়া মেতে আছে চ্যাম্পিয়নস ট্রফির আমেজে। চলছে গ্রুপ পর্বের খেলা। এর মাঝেই বেরিয়েছে এশিয়া কাপের খবর।

ক্রিকবাজ জানিয়েছে, আগামী সেপ্টেম্বরেই মাঠে গড়াতে পারে এশিয়া কাপের আসর। আগামী বছরের শুরুতেই ভারতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই ভাবনায় আগেই করা হবে এশিয়া কাপ জম্পেশ আয়োজন।

জানা গেছে, বিশ্বকাপের প্রস্তুতি সারতে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। টুর্নামেন্ট জুড়ে মোট ১৯টি ম্যাচ হবে। ৮ দলের এই টুর্নামেন্টের আয়োজক ভারত হলেও ভারত-পাকিস্তান রেষারেষির জেরে তা সরে যেতে পারে সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায়।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী একে অপরের দেশে যেতে রাজি না হওয়ায় পাকিস্তান ও ভারতকে আপাতত কোনো টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেয়া হবে না।

আরো জানা গেছে, এশিয়া কাপের ‘এ’ গ্রুপে ভারত পাকিস্তানের সাথে থাকছে সংযুক্ত আরব আমিরাতও। এই গ্রুপে যোগ দেয়ার কথা রয়েছে আরো একটি দলের। সম্ভাব্য নাম ওমান।

তবে ‘বি’ গ্রুপ হবে কঠিন। যেখানে থাকছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এই গ্রুপেও যুক্ত হবে আরো একটি দল। যেখানে এগিয়ে আছে হংকং।

২০২৩ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল নেপাল। এবার তারা বাছাইপর্ব থেকে ছিটকে গেছে।