ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছেন মুশফিক-শান্তরা
গোটা আসরজুড়ে একটা জয়ের খুঁজে থাকলেও সে আরাধ্য সাধন হয়নি। বিধ্বস্ত হয়ে ঘরে ফিরেছে টাইগাররা। আসরজুড়ে সব বিভাগেই ব্যর্থ ছিল বাংলাদেশ। করেছে অসহায় আত্মসমর্পণ। তবে হারের চেয়েও দৃষ্টিকটু ছিল হারের ধরন। কোনোরূপ লড়াই করতে পারেনি টাইগাররা।

দুঃস্বপ্নের চ্যাম্পিয়নস ট্রফি শেষে দেশে ফিরেছেন শান্ত-মুশফিকরা। গোটা আসরজুড়ে একটা জয়ের খুঁজে থাকলেও সে আরাধ্য সাধন হয়নি। বিধ্বস্ত হয়ে ঘরে ফিরেছে টাইগাররা।
আসরজুড়ে সব বিভাগেই ব্যর্থ ছিল বাংলাদেশ। করেছে অসহায় আত্মসমর্পণ। তবে হারের চেয়েও দৃষ্টিকটু ছিল হারের ধরন। কোনোরূপ লড়াই করতে পারেনি টাইগাররা।
ভারত ও নিউজিল্যান্ডের সাথে হারের পর পাকিস্তানের সাথে পয়েন্ট ভাগাভাগি, সব মিলিয়ে আসরে সব মিলিয়ে তিন ম্যাচ খেলে বাংলাদেশের নামের পাশে এক পয়েন্ট। এতে অনেকটা বিধ্বস্ত হয়েই দেশে ফরেছে ক্রিকেটাররা।
ব্যর্থ মিশন শেষে শুক্রবার দিবাগত রাতে ঢাকা এসে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। রাত ১১টায় শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে টাইগারদের বহনকারী বিমান।
তাদের চোখমুখ দেখেই বুঝা যাচ্ছিল বাস্তবতা। হতাশায় মুষড়ে যেন পড়েছেন তারা। তবে দেশে খুব বেশি বিশ্রামেরও সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। খেলতে নামবেন আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে।