মাঠে নেমেছে ভারত-নিউজিল্যান্ড

310
মাঠে নেমেছে ভারত-নিউজিল্যান্ড | ফাইল ছবি

ভারত ও নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। নিয়মরক্ষার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে তারা। তবে নিছকই কোনো ম্যাচ নয়, আছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণও।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আজ রোববার মাঠে নেমেছে ভারত ও নিউজিল্যান্ড। দুবাইয়ে দু’দলের লড়াই শুরু বেলা ৩টায়। ইতোমধ্যে হয়েছে টস, যেখানে টস হেরে আগে ব্যাট করবে ভারত।

দু’দল আগেই সেমিতে উঠে গেলেও এ ম্যাচটির গুরুত্ব রয়েছে নানা দিক থেকে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও সমীকরণ রয়েছে আরো। এই ম্যাচ দিয়েই ঠিক হবে সেমিফাইনালের প্রতিপক্ষ ও ভেন্যু।

গ্রুপ চ্যাম্পিয়ন দল শেষ চারে প্রতিপক্ষ হিসেবে পাবে ‘বি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়াকে। আর অন্যদল সেমিফাইনাল খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

নিউজিল্যান্ড একাদশে একটি পরিবর্তন এসেছে। ওপেনার ডেভন কনওয়ের বদলে সুযোগ পেয়েছেন ড্যারেল মিচেল। অন্যদিকে ভারতের একাদশেও পরিবর্তন একটি। হার্শিত রানার বদলে সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ড একাদশ

উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন ও উইলিয়াম ও’রোরকে।

ভারত একাদশ

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।