আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

পয়েন্ট ভাগাভাগি নয়, জিততে চেয়েছিল বাংলাদেশ

‘বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি খুব হতাশ। সত্যিই ম্যাচটি খেলতে চেয়েছিলাম, কিন্তু আবহাওয়ার কারণে তা হলো না। যেভাবে দুটি ম্যাচে দীর্ঘ সময় ধরে লড়াই করেছি, তা আমাদের জন্য প্রেরণা হয়ে কাজ করবে।'

shanto
সংগৃহীত

পয়েন্ট ভাগাভাগি নয়, জেতার লক্ষ্যই ছিল বাংলাদেশর। সেমিফাইনাল সমীকরণ শেষ আগেই। টানা দুই হারে শিরোপা ধরার দৌড় থেকেও ছিটকে যায়। শেষ ম্যাচে স্বস্তির একটা জয়ের খোঁজে ছিল টাইগাররা। চেয়েছিল সব হারালেও একটা সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরতে।

বৃহস্পতিবার সেই লক্ষ্যে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মুখোমুখি হবার কথা ছিল টাইগারদের। তবে মাঠে নামা তো দূরে, হয়নি টসও। বৃষ্টিতে ভেসে গেছে সব আবেদন। ম্লান হলো জিতে ফেরার সান্ত্বনা। শূন্য হাতেই ঢাকার বিমান ধরবেন মুশফিক-শান্তরা।

বেদনার বৃষ্টিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আর মেটেনি একটা জয়ের তেষ্টা। পয়েন্ট হয়েছে ভাগাভাগি। কিন্তু নাজমুল হোসেন শান্ত এতে খুশি নন। ম্যাচটি খেলতে চেয়েছিলেন তারা, চেয়েছিলেন শেষ খেলার জয়টা উপহার দিতে। বৃষ্টির বাগড়ায় তা আর হলো না।

গতকাল গণমাধ্যমের সাথে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি খুব হতাশ। সত্যিই ম্যাচটি খেলতে চেয়েছিলাম, কিন্তু আবহাওয়ার কারণে তা হলো না। যেভাবে দুটি ম্যাচে দীর্ঘ সময় ধরে লড়াই করেছি, তা আমাদের জন্য প্রেরণা হয়ে কাজ করবে।'

এই সময় সেই পুরোনো নীতিবাক্য আবারো আউড়ান নাজমুল হোসেন। বলেন, ‘আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। সঠিক পরিকল্পনা করব ও তা কার্যকর করার চেষ্টা করব। আশা করি, দলের সবাই বুঝতে পারবে যে আমাদের কী করা প্রয়োজন। কোথায় ঘাটতি আছে আমাদের।’

ব্যাটিংয়ে দুর্দশা অব্যাহত থাকলেও সাম্প্রতিক সময়ে পেস বিভাগ বেশ উন্নতি করেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের নেতৃত্বে নাহিদ রানা, তানজিম সাকিবরা ভালোই করছেন। আছে জায়গা নিয়েও প্রতিদ্বন্দ্বিতা।

এই নিয়েই তৃপ্তির ঢেকুর তুললেন শান্ত। বলেন, ‘আমরা সব সময় ফাস্ট বোলিং নিয়ে লড়াই করেছি, তবে এখন অনেক পেসার উঠে আসছে। ঘরোয়া ক্রিকেটেও বেশ কয়েকজন ভালো পারফর্ম করছে।

‘তাসকিন, রানা ভালো করছে, মোস্তাফিজ তো রয়েছেই। আমাদের একটি শক্তিশালী বোলিং আক্রমণ রয়েছে, আশা করি, তারা দলের জন্য সেরাটা দেবে। আগামীতে আরো ভালো করার প্রত্যাশা এই অধিনায়কের।’