আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি অস্ট্রেলিয়া-আফগানিস্তান

‘ম্যাচটা দুই দলের সেমিফাইনাল নিশ্চিত করার মিশন। জিতলে যেমন নিশ্চিত হবে সেমি। তেমনি হারলেই শেষ হবে চ্যাম্পিয়নস ট্রফির মিশন।’

afgan
সংগৃহীত

অলিখিত কোয়ার্টার ফাইনালে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। বাঁচা-মরার লড়াইয়ে লাহোরে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত আফগানিস্তানের।

বছর দুয়েক আগেও আফগানিস্তানেকে নিয়ে তেমন একটা ভাবতে হতো না অস্ট্রেলিয়ার। তবে সময়ের সাথে সাথে আফগানরা নিজেদের রূপান্তরিত করেছে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে।

যেই শক্তি অজিরা দেখেছে গত ২০২৩ ভারত বিশ্বকাপে। যদিও শেষ মুহূর্তে ম্যাক্সওয়েলের অতিমানবীয় ব্যাটিংয়ে জিতে যায় অস্ট্রেলিয়া। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই ক্ষতে কিছুটা প্রলেপ দেয় আফগানরা।

এবার সংস্করণ ভিন্ন, তবে ওই জয় নিশ্চিতভাবে তাদের উজ্জীবিত করবে। তবে অজিরাও ছেড়ে কথা বলবে না, বদলা নিতে প্রস্তুত তারাও। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে প্রদর্শন করেছে নিজেদের শক্তিমত্তা।

তাছাড়া ম্যাচটা দুই দলের সেমিফাইনাল নিশ্চিত করার মিশন। জিতলে যেমন নিশ্চিত হবে সেমি। তেমনি হারলেই শেষ হবে চ্যাম্পিয়নস ট্রফির মিশন।

অস্ট্রেলিয়া একাদশ

ম্যাথিউ শর্ট, ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মারনাস লাবুশেন, জোশ ইংলিশ, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।

আফগানিস্তান একাদশ

রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, নুর আহমদ ও ফজলহক ফারুকী।