নারী বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের
বাংলাদেশ দল ৩ এপ্রিল লাহোরের উদ্দেশে রওনা দেবে। দলে আছে বেশ কয়েকটি পরিবর্তন।
পাকিস্তানের লাহোরে আগামী ৫-১৯ এপ্রিল গড়াবে নারী বিশ্বকাপ বাছাইপর্ব। যার জন্য বুধবার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বেই খেলবে টাইগ্রেসরা।

সরাসরি বিশ্বকাপে খেলার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজ হেরে সেই সুযোগ হাতছাড়া করে টাইগ্রেসরা। ফলে নারী বিশ্বকাপে জায়গা করে নিতে এখন বাছাইপর্ব খেলতে হবে জ্যোতিদের।
পাকিস্তানের লাহোরে আগামী ৫-১৯ এপ্রিল গড়াবে নারী বিশ্বকাপ বাছাইপর্ব। যার জন্য বুধবার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বেই খেলবে টাইগ্রেসরা।
বাছাইপর্বে অংশ নিচ্ছে বাংলাদেশসহ মোট ৬টি দল- ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও পাকিস্তান। তাদের মাঝে থেকে দু’টি দল খেলবে বিশ্বকাপের মূল পর্বে।
বাংলাদেশ দল ৩ এপ্রিল লাহোরের উদ্দেশে রওনা দেবে। দলে আছে বেশ কয়েকটি পরিবর্তন।
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ পড়েছেন মুর্শিদা খাতুন, সুলতানা খাতুন ও তাজ নেহার। তাদের জায়গায় দলে এসেছেন ইশমা তানজিম, জান্নাতুল ফেরদৌস ও রিতু মনি।
বাংলাদেশ দল
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস, রাবেয়া আক্তার, ফাহিমা খাতুন, ফারিহা আক্তার, ফারজানা হক, সানজিদা আক্তার, মারুফা আক্তার ও রিতু মনি।