আন্তর্জাতিক ওয়ানডেকে বিদায় বলে দিলেন স্মিথ

২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেয়ার উপযুক্ত সুযোগ এখনই। কাজেই আমার মনে হয়েছে, তরুণদের জায়গা করে দেয়ার সঠিক সময় এসেছে।

05.03.25
আন্তর্জাতিক ওয়ানডেকে বিদায় বলে দিলেন স্মিথ | ছবি - নয়া দিগন্ত

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের পরিধি কমিয়ে আনলেন স্টিভেন স্মিথ। ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দল ছিটকে যাবার পর নিজেও থেমে গেলেন।

মঙ্গলবার (৪ মার্চ) রাতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে ভারতের কাছে হেরে বিদায় নেয় অস্ট্রেলিয়া। দলের বিদায়ের পর ওয়ানডে ক্রিকেটকেই বিদায় জানিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে নেতৃত্ব দেয়া স্টিভেন স্মিথ।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম জানিয়েছে, ম্যাচ হারের পরই তিনি সতীর্থদের অবসরের কথা জানিয়ে দিয়েছেন। মূলত ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে তরুণদের সুযোগ করে দিতেই ওয়ানডে থেকে অবসর নিয়েছেন স্মিথ।

অস্ট্রেলিয়ার হয়ে দু’টি ওয়ানডে বিশ্বকাপজয়ী স্মিথ বলেন, ‘২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেয়ার উপযুক্ত সুযোগ এখনই। কাজেই আমার মনে হয়েছে, তরুণদের জায়গা করে দেয়ার সঠিক সময় এসেছে।’

ক্যারিয়ারকে স্মৃতিচারণ করে স্মিথ বলেন, ‘দারুণ ভ্রমণ ছিল। প্রতিটি মিনিট আমি উপভোগ করেছি। অসাধারণ সময় কেটেছে ও দুর্দান্ত সব স্মৃতি আছে! চমৎকার সব সতীর্থদের সাথে দু’টি বিশ্বকাপ জয় সবচেয়ে উল্লেখযোগ্য।’

২০১০ সালে ওয়ানডে অভিষেকের পরে এই সংস্করণে ১৭০টি ম্যাচ খেলেছেন স্মিথ, করেছেন ১২টি সেঞ্চুরি ও ৩৫টি ফিফটি। ক্যারিয়ারের সর্বশেষ ওয়ানডে ম্যাচেও পেয়েছেন ফিফটি, খেলেছেন ৭৩ রানের ইনিংস।

তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবনে বলে জানা গেছে। স্মিথ টেস্টকেই দিচ্ছেন অগ্রাধিকার। স্মিথ বলেন ‘টেস্ট ক্রিকেটকে আমি এখনো সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ওয়েস্ট ইন্ডিজ সফর ও তারপর দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে উন্মুখ হয়ে আছি। আমি মনে করি, এখনো অনেক কিছু দেওয়ার আছে আমার।’