চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন যারা

আগামী ৯ মার্চ দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ফাইনাল ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

Untitled-2

আগামী ৯ মার্চ দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ফাইনাল ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ফাইনালে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ এবং অস্ট্রেলিয়ার পল রেইফেল।

টুর্নামেন্টের দুই সেমিফাইনালেও অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা।

দুবাইয়ে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মাঠে ছিলেন ইলিংওর্থ।

এরপর লাহোরে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেমিফাইনালে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন রেইফেল। এই দু’জনই আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার।

২০২৩ সালে ওয়ানডে এবং গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন চারবার আইসিসি বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হওয়া ইলিংওর্থ।

তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন ও শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা।

নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেমিফাইনালে রেইফেলের সাথে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন ধর্মসেনা। তৃতীয় আম্পায়ার ছিলেন উইলসন।

শিরোপা নির্ধারণী লড়াইয়ে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।