চ্যাম্পিয়নস ট্রফি
ফাইনালে আগে ব্যাট করবে নিউজিল্যান্ড
২০০২ সালে চ্যাম্পিয়নস ট্রফির তৃতীয় আসরে শ্রীলঙ্কার সাথে শিরোপা ভাগাভাগির পর ভারত সর্বশেষ শিরোপা জিতে ২০১৩ সালে। ওয়ানডে ফরম্যাটে এরপর আর কোনো টুর্নামেন্ট জেতেনি ম্যান ইন ব্লুরা। অন্যদিকে ২০০০ সালে এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেই সৌরভ গাঙ্গুলির ভারতকে হারিয়েছিল স্টিভেন ফ্লেমিংয়ের নিউজিল্যান্ড। যা সাদা বলের ক্রিকেটে কিউইদের একমাত্র বৈশ্বিক শিরোপা।

এক যুগের বেশি সময় ওয়ানডেতে কোনো শিরোপা জেতেনি ভারত, নিউজিল্যান্ডের শিরোপা অপেক্ষা তারও দ্বিগুণ। তবে অপেক্ষা ঘোচাতে চলেছে যেকোনো এক দলের, দু’দলের কেউ পেতে চলেছে শিরোপার স্বাদ।
আজ রোববার মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে চ্যাম্পিয়ন্স ট্রফির। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। খেলা শুরু বাংলাদেশ সময় বেলা ৩টায়। দুবাইয়ে টসে জিতে আগে ব্যাট করবে কিউইরা।
২০০২ সালে চ্যাম্পিয়নস ট্রফির তৃতীয় আসরে শ্রীলঙ্কার সাথে শিরোপা ভাগাভাগির পর ভারত সর্বশেষ শিরোপা জিতে ২০১৩ সালে। ওয়ানডে ফরম্যাটে এরপর আর কোনো টুর্নামেন্ট জেতেনি ম্যান ইন ব্লুরা।
অন্যদিকে ২০০০ সালে এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেই সৌরভ গাঙ্গুলির ভারতকে হারিয়েছিল স্টিভেন ফ্লেমিংয়ের নিউজিল্যান্ড। যা সাদা বলের ক্রিকেটে কিউইদের একমাত্র বৈশ্বিক শিরোপা।
এরপর ২০০৯ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেললেও শিরোপা পুনরুদ্ধার করা হয়নি। তবে প্রায় ২৫ বছর পর ফের শিরোপা জয়ের হাতছানি কিউইদের সামনে। ভারতও চায় এক যুগের অপেক্ষা ফুরোতে।
শিরোপা পুনরুদ্ধারে শক্তিশালী দল নিয়েই মাঠে নেমেছে ভারত ও নিউজিল্যান্ড। তবে ফাইনালে কিউই একাদশে নেই ম্যাট হেনরি। হঠাৎ চোটে পড়ায় আসরের সর্বোচ্চ উইকেট শিকারী এই বোলারকে ছাড়াই একাদশ সাজিয়েছে তারা।
নিউজিল্যান্ড একাদশ
উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, কাইল জেমিসন ও উইলিয়াম ও’রোরকে।
ভারত একাদশ
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।