আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

নিউজিল্যান্ডকে সহজ লক্ষ্য দিল ভারত

গ্রুপ চ্যাম্পিয়ন হবার লড়াইয়ে আজ রোববার মাঠে নেমেছে ভারত ও নিউজিল্যান্ড। নানা সমীকরণের ম্যাচে দুবাইয়ে টসে হেরে আগে ব্যাট করে ভারত। তবে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। সহজ লক্ষ্যই দিয়েছে কিউইদের।

new z vs india
ছবি : নয়া দিগন্ত

নয়া দিগন্ত অনলাইন

উড়তে থাকা ভারতকে চেপে ধরলো নিউজিল্যান্ড। দুবাইয়ে রোহিত শর্মার দলকে এলোমেলো করে দিয়েছেন ম্যাট হেনরি। তার বোলিং তোপে ২৫০ করতে পারেনি, ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২৪৯ রান তুলে ভারত।

গ্রুপ চ্যাম্পিয়ন হবার লড়াইয়ে আজ রোববার মাঠে নেমেছে ভারত ও নিউজিল্যান্ড। নানা সমীকরণের ম্যাচে দুবাইয়ে টসে হেরে আগে ব্যাট করে ভারত। তবে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। সহজ লক্ষ্যই দিয়েছে কিউইদের।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ভারত। দলীয় ১৫ রানে শুভমান গিলের (২) উইকেট হারায় তারা। রোহিত শর্মাও বেশিক্ষণ টিকতে পারেননি। কাইল জেমিসনের বলে পুল কররে গিয়ে উইল ইয়াংয়ের হাতে ক্যাচ দেন ১৫ করে।

দ্রুত ২ উইকেট হারানোর পর হাল ধরতে পারেননি বিরাট কোহলিও। নিজের ৩০০তম ওয়ানডে ম্যাচ খেলতে নেমে গত ম্যাচের সেঞ্চুরিয়ান ফেরেন মাত্র ১১ রানে। হেনরির বলে গ্লেন ফিলিপসের অবিশ্বাস্য ক্যাচে পরিণত হন কোহলি।

৩০ রানে ৩ উইকেট হারানোর পর অক্ষর প্যাটেলকে নিয়ে শ্রেয়ার আইয়ার হাল ধরেন দলের। পাড়ি দেন তিন অঙ্কের ঘর। ২৯.২ ওভারে ১২৮ রানে অক্ষর ফেরেন ৬১ বলে ৪২ করে। এরপর লোকেশ রাহুলকে সাথে পান আইয়ার।

দলীয় ১৭২ রানে ৯৮ বলে ৭৯ করে আউট হোন আইয়ার। রাহুলও আর বেশিক্ষণ টেকেননি, ২৩ রান করে সান্টনারের শিকার তিনি। এরপর কেবল হার্দিক পান্ডিয়াই পান বলার মতো রান, ৪৫। জাদেযা করেন ১৬।

৪২ রানে ৫ উইকেট নেন ম্যাট হেনরি। কাইল জেমিসন, উইলিয়াম ওরোর্কে, সান্টনার ও রাচিন রাবিন্দ্র নেন একটা করে উইকেট।