ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

নয়া দিগন্ত অনলাইন

ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডেতে সর্বশেষ মুখোমুখি হয় ২০২৩ বিশ্বকাপের ফাইনালে। আহমেদাবাদের ফাইনালে সেবার স্বাগতিক ভারতকে হারিয়ে শিরোপা উল্লাস করে অজিরা। ৬ উইকেটের জয় বিশ্বচ্যাম্পিয়ন হয় হলুদ জার্সিধারীরা।

313
সংগৃহীত

ভারত-অস্ট্রেলিয়ার লড়াই বরাবরই ভিন্ন মাত্রা পায়। দু’দলকে চিরপ্রতিদ্বন্দ্বী বলেও আখ্যা দেয়া যায়। ইতিহাসেও রয়েছে তাদের আধিপত্য। অর্জনের পাল্লাও নেহাৎ কম নয় কারো! ফলে লড়াইটা হতে চলেছে সেয়ানে সেয়ানে।

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আজ মঙ্গলবার মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। ফাইনালে ওঠার লড়াইয়ে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলবে দু’দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডেতে সর্বশেষ মুখোমুখি হয় ২০২৩ বিশ্বকাপের ফাইনালে। আহমেদাবাদের ফাইনালে সেবার স্বাগতিক ভারতকে হারিয়ে শিরোপা উল্লাস করে অজিরা। ৬ উইকেটের জয় বিশ্বচ্যাম্পিয়ন হয় হলুদ জার্সিধারীরা।

সেই পরাজয়ের মধুর প্রতিশোধ নেয়ার সুযোগ এবার ভারতের সামনে। যদিও বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষতে প্রলেপ দেয়া সহজ নয়। তবে চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে খানিকটা হলেও দুঃখ উপশম হতে পারে। তবে তার জন্য লিখতে হবে অজি বধ গল্প।

দু’দলের অতীত রেকর্ড বলছে, ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি মানেই হাড্ডাহাড্ডি লড়াই। পরিসংখ্যানও দেয় সাক্ষ্য। মুখোমুখি সর্বশেষ ৫ ওয়ানডের ৩টিতে জয় ভারতের, অজিদের জয় ২ ম্যাচে।

তবে সব মিলিয়ে ওয়ানডেতে ১৫১ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। যেখানে অস্ট্রেলিয়ার জয় ৮৪ ম্যাচ। ভারত জিতেছে ৫৭ বার। ১০ ম্যাচ পরিত্যক্ত হয়। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে দীর্ঘ ১৬ বছর পর দেখা হচ্ছে তাদের।

২০০৯ সালে সর্বশেষ মুখোমুখি হয়েছিল তারা। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চারবার একে অপরের মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া। ২ ম্যাচে জিতেছে ভারত, ১ বার জিতেছে অস্ট্রেলিয়া। বাকিটায় ফলাফল হয়নি।

২০১৩ ও ২০১৭ সালের আসরের ফাইনাল খেলেছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে প্রথম দল হিসেবে টানা তৃতীয় ফাইনাল খেলার সেরা সুযোগ তাদের সামনে। বিপরীতে সর্বশেষ ২০০৯ সালে ফাইনাল খেলে অজিরা।

ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে জয় দিয়ে আসর শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে পরের দুই ম্যাচে বৃষ্টির জন্য পয়েন্ট ভাগাভাগি করতে হয় অস্ট্রেলিয়াকে।

ফলে ‘বি’ গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে স্টিভেন স্মিথের দল। অন্যদিকে বাংলাদেশকে ও পাকিস্তানকে সমান ৬ উইকেটে ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ রানের জয়ে ‘এ' গ্রুপের চ্যাম্পিয়ন হয় ভারত।