চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল আজ: মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

নয়া দিগন্ত অনলাইন
Sports

নানা চড়াই-উৎরাই পেরিয়ে চ্যাম্পিয়নস ট্রফি এখন শেষ হবার পথে। নতুন চ্যাম্পিয়নের খুঁজে সবার চোখ এখম দুবাইয়ে, অপেক্ষায় কারা চুমু আঁকবেন শিরোপায়। ভারতের প্রত্যাবর্তন নাকি নিউজিল্যান্ডের ইতিহাস!

সবকিছু ঠিক থাকলে আজ (সোমবার) পর্দা নামবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি আসরের। শিরোপা নির্ধারণী ম্যাচে দুবাইয়ে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। খেলা শুরু বাংলাদেশ সময় বেলা তিনটায়।

দল বদলেছে, মাঠ বদলেছে, প্রতিপক্ষ বদলেছে, এমনকি বদলে গেছে নিজেরাও। একটা জিনিসই শুধু বদলায়নি- নিউজিল্যান্ডের শিরোপা ভাগ্য। সময়ের পর সময় যায়, সুযোগের পর সুযোগ যাত; তবে কিউইরা আটকে রয় গোলকধাঁধায়।

বারবার শিরোপার দুয়ার থেকে ফিরে আসার দুঃস্মৃতি পেছনে ফেলে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া নিউজিল্যান্ড। ২০০৯ সালের পর ফের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে তারা। দলটা তবুও তৃপ্ত নয়, বাজের চোখ রেখেছে শিরোপায়।

ম্যাককালাম পারেননি, পারেননি কেন উইলিয়ামসনও। তবে মিচেল সান্টনারের এই দলটা শিরোপা জিতেই ক্ষান্ত হতে চায়। দেশবাসীকে দিতে চায় দুই যুগের বেশি সময় পর রঙিণ পোশাকে প্রথম শিরোপার স্বাদ।

সর্বশেষ ২০০০ সালে এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেই সৌরভ গাঙ্গুলির ভারতকে হারিয়েছিল স্টিভেন ফ্লেমিংয়ের নিউজিল্যান্ডে। যা সাদা বলের ক্রিকেটে কিউইদেএ একমাত্র বৈশ্বিক শিরোপা।

এরপর অবশ্য ২০০৯ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৫ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলে নিউজিল্যান্ড। তবে প্রতিবারই শিরোপাএ মঞ্চ থেকে ফিরতে হয়েছে ব্যর্থ হয়ে, নতশিতর।

যদিও মাঝে ২০২১ সালে প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে তারা। তবে রঙিন পোশাকে বর্ণিল ফাইনাল আর আসেনি। তবে ২৫ বছর আগের সেই দিনটি আবার ফিরিয়ে আনতে চায় কিউইরা।

এদিকে তারা যখন ঘচাতে চায় হাহাকার, ভারতের সামনে তখন সুযোগ আক্ষেপ ফুরানোর। বিষাদমাখা দুঃখরজনী তাদেরও তো কম আসেনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে যদিও খানিক প্রলেপ দিয়েছে সেই ক্ষতে।

তবে গত এক যুগের বেশি সময় ধরে ওয়ানডে থেকে কোনো বৈশ্বিক শিরোপা যায়নি ভারতে। ২০১১ বিশ্বকাপের পর ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা সর্বশেষ ঘরে তুলে ভারত। এরপরে কেবলই হতাশা।

প্রতিটি আসরের শুরুতে ফেবারিটের তকমা নিয়ে শোরগোল ফেললেও জিততে পারেনি কোনো শিরোপা।

তবে এবার গল্পটা বদলাতে চায় ভারত। নিজেদের সম্ভাব্য শেষ চ্যাম্পিয়নস ট্রফি রাঙাতে চান রোহিত-কোহলিরা।

মাহেন্দ্র সিং ধোনির পর দেশকে আরো একটা শিরোপা এনে দিতে মরিয়া গোটা দলটা। সেই পথে অপরাজেয় থেকেই ছুটছে তারা। সবগুলো ম্যাচ জিতেই উঠে এসেছে ফাইনালে। যেখানে নিউজিল্যান্ডের জয় একটা কম।

কেন উইলিয়ামসনদের একমাত্র হার আবার এই ভারতের বিপক্ষেই। গ্রুপ ‘এ'-র শেষ ম্যাচে দুবাইয়ে মুখোমুখি হয় দুই দল। যেখানে অবশ্য সহজ জয়ই পায় ভারত। বরুণ চক্রবর্তীর ৫ উইকেটে ৪৪ রানে হেরেছিল নিউজিল্যান্ড।

পরিসংখ্যান যদিও ম্যাচ জেতায় না, তবে অনুপ্রেরণা দেয় ঠিকই। যেখানে একটুখানি এগিয়েই থাকবে ভারত। চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত দুই দেখায় জয় - পরাজয় সমান ১-১ হলেও এর বাহিরে আধিপত্য রোহিত শর্মাদের।

ইতিহাস বলছে ওয়ানডেতে ১১৯ দেখায় ভারতের জয় ৬১ ম্যাচে। অন্যদিকে নিউজিল্যান্ড শেষ হাসি হেসেছে ৫০ বার। এই পরিসংখ্যানই বলে দেয় কেউ কম যায় না কারো থেকে।

এখন দেখার বিষয় শেষটা কি হয়। ভারত কি ঘরে তুলবে আসরের তৃতীয় শিরোপা, বনে যাবে চ্যাম্পিয়নস ট্রফির সর্বোচ্চ শিরোপাজয়ী দল? নাকি ঘোচাবে নিউজিল্যান্ডের ২৫ বছরের অপেক্ষা! তার জন্য আরেকটু সময় অপেক্ষা করতেই হচ্ছে।