চ্যাম্পিয়নস ট্রফি
ভারতকে ফাইনালে যেতে সহজ লক্ষ্যই দিলো অজিরা
চ্যাম্পিয়নস ট্রফির হাইভোল্টেজ ম্যাচে মঙ্গলবার (৪ মার্চ) মাঠে নেমেছে ভারত ও অস্ট্রেলিয়া৷ ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি তারা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে অজিরা।

স্টিভেন স্মিথ আর অ্যালেক্স ক্যারি চেষ্টা করলেন বটে, তবে পারেননি দলকে বড় পুঁজি এনে দিতে। ফিনিশারদের ব্যর্থতায় অস্ট্রেলিয়াকে থামতে হয়েছে ৪৯.৩ ওভারে ২৬৪ রানে। বড় না হলেও চ্যালেঞ্জিং বলা যেতে পারে।
চ্যাম্পিয়নস ট্রফির হাইভোল্টেজ ম্যাচে মঙ্গলবার (৪ মার্চ) মাঠে নেমেছে ভারত ও অস্ট্রেলিয়া৷ ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি তারা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে অজিরা।
শুরুটা ভালো হয়নি তেমন। তৃতীয় ওভারে মাত্র ৪ রানে ফেরেন কুপার কোনোলি। ৯ বল খেলেও পারেননি রানের খাতা খুলতে। তবে ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথ আশা দেখান, পরের ৩২ বলে যোগ করেন ৫০ রান।
কিন্তু হেডকে বেশিদূর এগোতে দেননি বরুণ চক্রবর্তী, ৩৩ বলে ৩৯ রানে থামান থাকে। এরপর লাবুশেনেকে নিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান স্মিথ। লাবুশেনেও পারেননি ইনিংস বড় করতে (২৯)। দ্রুত ফেরেন জশ ইংলিশও (১১)।
এরপর ক্যারিকে নিয়ে ৫৮ বলে আরো ৫৪ রান যোগ করেন স্মিথ৷ তবে স্মিথকে ফিরিয়ে বড় ধাক্কা দেন শামি। ৯৬ বলে ৭৩ করে আউট হোন স্মিথ। এরপর ক্যারি তার ইনিংস টেনে নিলেও অন্যপ্রান্ত থেকে সুবিধা করতে পারেননি আর কেউ।
গ্লেন ম্যাক্সওয়েল ৫ বলে ৭, বেন ডারউইস ১৯ রান করেন। দলীয় ২৪৯ রানে ফেরেন ক্যারিও, তার ব্যাটে আসে ৫৭ বলে ৬১ রান। শেষ দিকে আর কেউ সুবিধা করতে পারেননি। শেষ ৬৬ রানে ৬ উইকেট হারায় অজিরা।
বল হাতে মোহাম্মদ শামি ৩ ও বরুণ চক্রবর্তী ও রাবিন্দ্র জাদেযা নেন ২ উইকেট।