পিআরপি ইনজেকশন নিয়েছেন মোস্তাফিজ

পিআরপি চিকিৎসা হলো কোনো ব্যক্তির নিজস্ব প্লাটিলেট দিয়ে তৈরি ইনজেকশন। যা লিগামেন্ট ও মাংসপেশির ইনজুরিজনিত সমস্যায় প্রয়োগ করা হয়। ফলে ক্ষতিগ্রস্ত বা ব্যথাযুক্ত স্থানে প্লাটিলেট সরবরাহ বাড়ে ও ব্যথা কমাতে সাহায্য করে।

নয়া দিগন্ত অনলাইন
s-1
পেসার মোস্তাফিজুর রহমান | ছবি : সংগৃহীত

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানের। বল হাতে সেই চেনা রূপে দেখা যাচ্ছে না তাকে। পারিশ্রমিক নিয়ে জটিলতায় খেলছেন না ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)। এর মাঝেই জানা গেল পিআরপি (প্লাটিলেট রিচ প্লাজমা) ইনজেকশন নিয়েছেন তিনি। ফলে ক্রিকেট থেকে খানিকটা দূরেই থাকতে হচ্ছে তার। তবে নেই কোনো শঙ্কা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগের বরাতে বৃহস্পতিবার (১৩ মার্চ) ক্রিকবাজকে বলেছে, ‘মোস্তাফিজকে পিআরপি ইনজেকশন দেয়া হয়েছে। এখন তাকে মাঠে ফেরার আগে কিছু দিন বিশ্রাম নিতে হবে। তবে বড় কোনো চোট বা শঙ্কা নেই বলেও জানায় তারা।’

ক্রিকবাজ জানায়, ‘মোস্তাফিজ নতুন কোনো ইনজুরিতে পড়েননি। আগে তার কাঁধে যে অপারেশন হয়েছিল সেটা মাঝেমধ্যে অসুবিধার সৃষ্টি করে। ওটা ম্যানেজ করেই তিনি খেলছিলেন।’

পিআরপি চিকিৎসা হলো কোনো ব্যক্তির নিজস্ব প্লাটিলেট দিয়ে তৈরি ইনজেকশন। যা লিগামেন্ট ও মাংসপেশির ইনজুরিজনিত সমস্যায় প্রয়োগ করা হয়। ফলে ক্ষতিগ্রস্ত বা ব্যথাযুক্ত স্থানে প্লাটিলেট সরবরাহ বাড়ে ও ব্যথা কমাতে সাহায্য করে।

পিআরপি ইনজেকশন নিলে সাধারণত ১০ দিনের মতো বিশ্রামে থাকতে হয় বলেও জানিয়েছে বিসিবির মেডিক্যাল বিভাগ।