আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
ভারতকে বাড়তি সুবিধা দেয়ার অভিযোগ ডাসেনের
‘আপনি যদি একটা জায়গায় থাকেন, একই হোটেলে অবস্থান করেন, একই সুবিধা নিয়ে অনুশীলন করেন, একই স্টেডিয়ামে ও একই উইকেটে খেলেন, সেটা তো অবশ্যই সুবিধা। আমার মনে হয় না এটা বোঝার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার প্রয়োজন আছে।’

আইসিসির প্রায় প্রতিটি আসরেই সমালোচনায় জড়িয়ে যায় ভারত। উঠে বাড়তি সুবিধা পাবার অভিযোগ। এবারও তার ব্যতিক্রম নয়। চ্যাম্পিয়নস ট্রফিতেও বাড়তি সুবিধা পাচ্ছে রোহিত শর্মার দল।
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক যদিও ভারতের প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান, তবে হাইব্রিড মডেলের কারণে ঠিকই সুবিধা আদায় করে নিয়েছে ভারত। যা নিয়ে ইতোমধ্যেই মুখ খুলতে শুরু করেছেন অনেকেই।
হাইব্রিড মডেলের কারণে যেখানে অন্যদলগুলো দুবাই-পাকিস্তান মিলিয়ে খেলতে হচ্ছে। সেখানে ভারত নিজেদের সবগুলো ম্যাচ খেলছে দুবাইয়ে। এমনকি ভারতের সাথে খেলতে স্বাগতিক পাকিস্তানকেও দুবাই যেতে হয়!
দুবাইয়ে বসেই সেমিফাইনাল ও ফাইনালও খেলবে ভারত। সব মিলিয়ে ভারত খেলছে স্থির হয়ে, নিজেদের মতো করে। এক্ষেত্রে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে মনে করেন প্রোটিয়া তারকা র্যাসি ভ্যান ডার ডাসেন।
অবশ্য কয়েকদিন আগে এই নিয়ে সরাসরি মন্তব্য করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। একই ভেন্যুতে খেলার কারণে ভারতের সুবিধা বেড়েছে বলে উল্লেখ করেন তিনি। এ নিয়ে মন্তব্য করেন পাকিস্তানের প্রধান কোচ আকিভ জাভেদও।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের সূত্র ধরে ধারাভাষ্য কক্ষে এমন মন্তব্য করতে দেখা গেছে নাসের হুসেইনকেও। এবার একই সুর শোনা গেল ডাসেনের কণ্ঠেও। অন্য দলগুলোর সাথে বৈষম্য হবার অভিযোগ করলেন তিনি।
অন্য দলগুলো যেখানে জানেই না সেমিফাইনাল বা ফাইনালে খেলার সুযোগ পেলে তারা কোথায় খেলবে। সেখানে ভারত আগে থেকেই জানে, কোন মাঠে এবং কী ধরনের কন্ডিশনে তারা সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচটি খেলবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন সুবিধা ভারত ছাড়া আর কেউই পাচ্ছে না। এ কথাই যেন মনে করিয়ে দিলেন ডাসেন। ‘এটা নিশ্চিতভাবেই সুবিধা। আমি দেখেছি পাকিস্তান এ নিয়ে মন্তব্য করছে। এটা অবশ্যই একটা সুবিধা বলেই মন্তব্য করেন তিনি।
‘আপনি যদি একটা জায়গায় থাকেন, একই হোটেলে অবস্থান করেন, একই সুবিধা নিয়ে অনুশীলন করেন, একই স্টেডিয়ামে ও একই উইকেটে খেলেন, সেটা তো অবশ্যই সুবিধা। আমার মনে হয় না এটা বোঝার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার প্রয়োজন আছে।’
ডাসেন আরো বলেন, ‘এটা তাদের দায়িত্ব যে সুবিধাটাকে ব্যবহার করা। বিপরীতে যারা সেমিফাইনাল বা সম্ভাব্য ফাইনাল খেলবে, তাদের সেখানে যেতে হবে। সেই কন্ডিশন তাদের জন্য আবার পুরোপুরি অপরিচিত। কিন্তু ভারত এটাতে অভ্যস্ত।’