আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ম্যাচসেরা রোহিত, আসর সেরা রাচিন

`শিরোপা খোয়ানোর ম্যাচে খানিকটা স্বস্তির কারণ হতে পারেন রাচিন রাবিন্দ্র। কিউই এই তারকা জিতে নিয়েছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। বিরাট কোহলিকে হটিয়ে নির্বাচিত হয়েছেন আসরের সেরা খেলোয়াড়।'

rachin
সংগৃহীত

নয়া দিগন্ত অনলাইন

ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে চ্যাম্পিয়নস ট্রফির। শেষ হলো ১৯ দিনের লম্বা জার্নি। যেখানে রোহিত-কোহলিরা তৃপ্তি পেলেও আক্ষেপে পুড়ছে কিউইরা। খুব কাছে গিয়েও শিরোপা হাতছাড়া করেছে তারা।

তবে শিরোপা খোয়ানোর ম্যাচে খানিকটা স্বস্তির কারণ হতে পারেন রাচিন রাবিন্দ্র। কিউই এই তারকা জিতে নিয়েছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। বিরাট কোহলিকে হটিয়ে নির্বাচিত হয়েছেন আসরের সেরা খেলোয়াড়।

রাচিন রবীন্দ্র ফাইনাল ম্যাচে ৩৭ রানসহ ৪ ম্যাচে ২৬৩ রান করেন। উইকেট নিয়েছেন ৩টি। আর ক্যাচ ধরেছেন ৫টি। এই পারফরম্যান্সে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নেন তিনি।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরাট কোহলি। তার দল শিরোপা জিতলেও কোহলি পারেননি সেরাদের সেরা হতে। ফাইনালে ভালো করতে না পারায় পিছিয়ে পড়েন তিনি। আজ তিনি মাত্র ১ রানে আউট হন।

বিরাট কোহলি ৫ ম্যাচে ৫৪.৫০ গড়ে ২১৮ রান করেন। ক্যাচ ধরেছেন ৭টি। আর মাত্র ৪৬ রানের জন্য পারেননি চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে।

চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত সর্বোচ্চ রান ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলের। ১৭ ম্যাচে ১৭ ইনিংসে ব্যাটিংয়ে নেমে করেছেন ৭৯১ রান। বিপরীতে কোহলি ১৮ ম্যাচে ১৭ ইনিংসে ৭৪৭ রান নিয়ে দুইয়ে।

অন্যদিকে ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৮১ বলে ৭৬ রানের দারুণ এক ইনিংস খেলেন অধিনায়ক রোহিত শর্মা। তাতেই তিনি জিতে নেন ফাইনাল সেরার পুরস্কার।