দর্শকদের জন্য বিনামূল্যে ইফতার দেবে ইসিবি

চলছে চ্যাম্পিয়নস ট্রফির আসর। মূল আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো পড়েছে দুবাইয়ে। সেমিফাইনাল তো বটেই, ভারত ফাইনালে উঠলে ফাইনালও হতে পারে সেখানে।

Untitled-2

বড় উদারতার উদাহরণ দিলো আরব আমিরাত ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়নস ট্রফির দর্শকদের জন্য ব্যবস্থা করেছে ইফতার। ইসিবির পক্ষ থেকে গ্যালারিতে বিনামূল্যে ইফতার বক্স সরবরাহ করা হবে।

চলছে চ্যাম্পিয়নস ট্রফির আসর। মূল আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো পড়েছে দুবাইয়ে। সেমিফাইনাল তো বটেই, ভারত ফাইনালে উঠলে ফাইনালও হতে পারে সেখানে।

এদিকে দরজায় কড়া নাড়ছে মহিমান্বিত রমজান মাস। রমজান মাসে ইফতার নিয়ে ধর্মপ্রাণ মুসলিমদের যেন চিন্তা করতে না হয়, সেজন্য ইফতার বিতরণের এমন মহৎ উদ্যোগ নিয়েছে ইসিবি।

গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ ঘোষণা দিয়েছে সংস্থাটি। যেখানে তারা লেখে- ‘রমজান মাসের প্রকৃত মূল্যবোধকে ধারণ করে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করছে যে- এখানে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫- এর বাকি ম্যাচগুলোর জন্য রোজাদার দর্শকদের মাঝে বিনামূল্যে বিশেষ ইফতার বক্স বিতরণ করা হবে।’

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল শনিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আর রমজান মাস চলাকালীন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্তত দুটি ম্যাচ নিশ্চিতভাবেই দুবাইয়ে অনুষ্ঠিত হবে।

এছাড়া ভারত ফাইনালে উঠলে মোট তিনটি ম্যাচ হবে দুবাইয়ে।