নিয়মরক্ষার ম্যাচে সান্ত্বনার জয় চায় বাংলাদেশ-পাকিস্তান

টুর্নামেন্টের হিসেবে ম্যাচটার গুরুত্ব নেই তেমন। সাদাসিধে নিয়মরক্ষার ম্যাচে রূপ নিয়েছে বাংলাদেশ-পাকিস্তান লড়াই। লড়াইটা খালি হাতে না ফেরার। আছে র‍্যাঙ্কিংসহ নানা সমীকরণ।

নিয়মরক্ষার ম্যাচে সান্ত্বনার জয় চায় বাংলাদেশ-পাকিস্তান
নিয়মরক্ষার ম্যাচে সান্ত্বনার জয় চায় বাংলাদেশ-পাকিস্তান | ছবি : সংগৃহীত

সব হারিয়ে একটু স্বস্তির খোঁজে আজ মাঠে নামছে বাংলাদেশ। পাকিস্তান ছাড়ার আগে সান্ত্বনার একটা জয় লক্ষ্য কেবল টাইগারদের। টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও সান্ত্বনার একটা জয় দিয়ে শেষটা রঙিন করতে চায় বাংলাদেশ।

সেমিফাইনাল স্বপ্ন ভেঙেছে আগেই, টানা হারে বেজেছে বিদায় ঘণ্টা। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দর্শক হয়ে গেছে বাংলাদেশ। একই অবস্থা পাকিস্তানেরও। স্বাগতিক হলেও আগেভাগেই টুর্নামেন্ট শেষ তাদের।

দু’টি করে ম্যাচ খেলে দু’দলের কেউ দেখেনি জয়ের মুখ। দু’দলই হেরেছে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে। তবে সেই ধারা ভাঙতে চলেছে আজ। মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান।

আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। ফলে টানা হারের ব্যর্থতা ভেঙে জয়ের মুখ দেখতে চলেছে যেকোনো এক দল। মিলতে পারে সান্ত্বনার একটি জয়।

টুর্নামেন্টের হিসেবে ম্যাচটার গুরুত্ব নেই তেমন। সাদাসিধে নিয়মরক্ষার ম্যাচে রূপ নিয়েছে বাংলাদেশ-পাকিস্তান লড়াই। লড়াইটা খালি হাতে না ফেরার। আছে র‍্যাঙ্কিংসহ নানা সমীকরণ।

অবশ্য সম্মান রক্ষার এই লড়াইও অনিশ্চয়তার মুখে! রাওয়ালপিন্ডির আকাশ কালো মেঘে ঢাকা, বৃষ্টির পূর্বাভাস চোখ রাঙাচ্ছে ম্যাচটিকে। এমন অবস্থায় যদি ম্যাচ ভেস্তে যায়, তবে জয়ের মুখ দেখা হবে না কোনো দলেরই।

এদিকে পরিসংখ্যান চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। দু’দলের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের ধারে কাছেও নেই টাইগাররা। এখন পর্যন্ত ৩৯ দেখায় পাকিস্তানের ৩৪ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে কেবল পাঁচটিতে।

আর পাকিস্তানের মাটিতে খেলা ১২ ওয়ানডেতে এখনো জয়ের স্বাদ পায়নি টিম টাইগার্স। দু’দলের সবশেষ পাঁচ দেখাতেও এগিয়ে পাকিস্তান। তিনটিতে জিতেছে তারা, আর বাংলাদেশ জিতেছে দু’টিতে।

যদিও এই রাওয়ালপিন্ডিতেই সুখস্মৃতি আছে বাংলাদেশের। গতবছর পাকিস্তানকে ২-০ ব্যবধ্যানে টেস্টে হোয়াইটওয়াশ করে লাল-সবুজের দল। যা হতে পারে বাংলাদেশের আত্মবিশ্বাসের জায়গা।

তবে আইসিসি ইভেন্টে পাকিস্তানকে হারানোর অভিজ্ঞতা রয়েছে। ওয়ানডে বিশ্বকাপে দু’দলের তিন দেখায় বাংলাদেশ একটিতে জিতেছে। আর পাকিস্তান জিতেছে দু’টিতে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই দু’দলের প্রথম দেখা হতে চলেছে।