বিসিবির কেন্দ্রীয় চুক্তি

সরে গেলেন মাহমুদউল্লাহ, সর্বোচ্চ বেতন তাসকিনের

এ চুক্তিতে ২২ জন ক্রিকেটারের বেতন পাঁচটি গ্রেডে নির্ধারণ করা হয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদের অনুরোধের প্রেক্ষিতে ২০২৫ সালের মার্চ থেকে তাকে আর চুক্তিতে রাখছে না বিসিবি।

নয়া দিগন্ত অনলাইন
Mahmudullah-Taskin
মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ | সংগৃহীত

২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার (১০ মার্চ) প্রকাশিত এ তালিকা অনুসারে, সর্বোচ্চ বেতন মাসিক ১০ লাখ টাকা পাবেন তাসকিন আহমেদ। চুক্তির মেয়াদ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এ চুক্তিতে ২২ জন ক্রিকেটারের বেতন পাঁচটি গ্রেডে নির্ধারণ করা হয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদের অনুরোধের প্রেক্ষিতে ২০২৫ সালের মার্চ থেকে তাকে আর চুক্তিতে রাখছে না বিসিবি।

এ প্লাস গ্রেডে সর্বোচ্চ বেতন তাসকিন আহমেদের। এ গ্রেডে মাসিক আট লাখ টাকা বেতনের তালিকায় রয়েছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসাইন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস। তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে রাখা হলেও ওয়ানডে থেকে অবসর নেয়ায় মার্চ মাস থেকে ‘বি’ ক্যাটাগরিতে চলে যাবেন মুশফিকুর রহিম।

বি গ্রেডে ছয় লাখ টাকা পাবেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

সি গ্রেডে চার লাখ টাকা বেতন দেয়া হবে আটজনকে। এদের মধ্যে রয়েছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম। এছাড়াও শরিফুল ইসলাম, রিশাদ হোসাইন, তানজীম হাসান সাকিব ও শেখ মেহেদী হাসান এই গ্রেডে বেতন পাবেন।

তালিকায় ডি গ্রেডে থাকা নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ মাসিক দুই লাখ টাকা বেতন পাবেন।

সূত্র : বিবিসি