অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন ভারত, পারলো না নিউজিল্যান্ড

স্বল্প পুঁজিকেই যথেষ্ট বানিয়ে তুললেন বরুণ চক্রবর্তী। তার স্পিন বিষে নীল হয়েছেন কেন উইলিয়ামসনরা। আড়াই শ'র আগে আটকে দিয়েও মেলেনি ফল, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে রোহিত শর্মার দল।
দুবাইয়ে 'এ' গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়েছে ভারত। রোববার টসে হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪৯ রান করে রোহিতরা। জবাব দিতে নেমে ৪৫.৩ ওভারে ২০৫ রানে থামে কিউইদের ইনিংস।
এই ম্যাচ দিয়ে নিশ্চিত হয়ে গেল সেমিফাইনালের লাইন-আপও। মঙ্গলবার দুবাইয়ে প্রথম সেমিফাইনালে ' ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আর পর দিন দ্বিতীয় সেমিফাইনালে লাহোরে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
গ্রুপ চ্যাম্পিয়ন হবার লড়াইয়ে রোববার সহজ লক্ষ্যই পেয়েছিল কিউইরা। তবে উইলিয়ামসন ছাড়া ভারতীয় স্পিনারদের সামনে তাদের আর কেউ সুবিধা করতে পারেনি। আর কেউ যেতে পারেননি ত্রিশ পর্যন্ত পৌঁছুতে।
দলীয় ১৭ রানে ওপেনার রাচিন রবীন্দ্রের উইকেট হারায় নিউজিল্যান্ড। পাওয়ার প্লের মাঝে আর কোনো উইকেট না হারালেও এর পরই কিউইদের ব্যাটিং লাইনে হানা দেন বরুণ। ২২ রান করা উইল ইয়াংকে ফিরিয়ে শুরু তার।
এরপর তৃতীয় উইকেটে ড্যারেল মিচেলকে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন উইলিয়ামসন। ব্যক্তিগত ১৭ রানে মিচেল আউট হওয়ার আগে স্কোরবোর্ডে ৯৩ রান তোলে নিউজিল্যান্ড। থিতু হতে পারেননি টম লাথামও, (১৪)।
তার বিদায়ের পর ভেঙে পড়ে কিউই ব্যাটিং লাইন-আপ। ৩৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় তারা। গ্লেন ফিলিপ ১২, ব্রেসওয়েল ২ রানে ফেরেন। উইলিয়ামসনও আর ধৈর্য্য রাখতে পারেননি, ফেরেন ১২০ বলে ৮১ রান করে।
ইনিংসের শেষদিকে ৩১ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলে কিছুটা আশা দেখিয়েছিলেন স্যান্টনার। তবে সেটা জয়ের জন্য যথেষ্ট হয়নি। ক্যারিয়ার মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে ৫ উইকেট নেন বরুণ চক্রবর্তী।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ভারত। দলীয় ১৫ রানে শুভমান গিলের (২) উইকেট হারায় তারা। রোহিত শর্মাও বেশিক্ষণ টিকতে পারেননি। কাইল জেমিসনের বলে পুল কররে গিয়ে উইল ইয়াংয়ের হাতে ক্যাচ দেন ১৫ করে।
দ্রুত ২ উইকেট হারানোর পর হাল ধরতে পারেননি বিরাট কোহলিও। নিজের তিন শ'তম ওয়ানডে ম্যাচ খেলতে নেমে গত ম্যাচের সেঞ্চুরিয়ান ফেরেন মাত্র ১১ রানে। হেনরির বলে গ্লেন ফিলিপসের অবিশ্বাস্য ক্যাচে পরিণত হন কোহলি।
৩০ রানে ৩ উইকেট হারানোর পর অক্ষর প্যাটেলকে নিয়ে শ্রেয়ার আইয়ার হাল ধরেন দলের। পাড়ি দেন তিন অংকের ঘর। ২৯.২ ওভারে ১২৮ রানে অক্ষর ফেরেন ৬১ বলে ৪২ করে। এরপর লোকেশ রাহুলকে সাথে পান আইয়ার।
দলীয় ১৭২ রানে ৯৮ বলে ৭৯ করে আউট হোন আইয়ার। রাহুলও আর বেশিক্ষণ টেকেননি, ২৩ রান করে সান্টনারের শিকার তিনি। এরপর কেবল হার্দিক পান্ডিয়াই পান বলার মতো রান, ৪৫। জাদেযা করেন ১৬।
৪২ রানে ৫ উইকেট নেন ম্যাট হেনরি। কাইল জেমিসন, উইলিয়াম ওরোর্কে, সান্টনার ও রাচিন রাবিন্দ্র নেন একটা করে উইকেট।