আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
সব হারানো বাংলাদেশ এবার পুরস্কারের খোঁজে
‘আইসিসি ঘোষিত প্রাইজমানি অনুযায়ী, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু অংশগ্রহণের জন্য প্রতিটি দল পাচ্ছে ১ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় এক কোটি ৫২ লাখ টাকা করে। তাছাড়া অবস্থানের জন্যেও থাকছে পুরস্কার।’

হারের বেদনা নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শেষ বাংলাদেশের। আসর জুড়ে বলার মতো কোনো গল্প নেই। গ্রুপ পর্ব থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে টাইগারদের। তবে অর্জনের পাল্লা শূন্য থাকলেও পুরস্কারের পাল্লা নেহাতই কম নয়, সুযোগ আছে তা আরো বাড়িয়ে নেয়ার।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্যই রাখা হয়েছে প্রাইজমানি। ফলে হতাশায় আসর শেষ হলেও বাংলাদেশ পাচ্ছে মোটা অঙ্কের টাকা। তবে সেই অঙ্কটা আরো বেড়ে যাবার বড় সুযোগ রয়েছে।
আইসিসি ঘোষিত প্রাইজমানি অনুযায়ী, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু অংশগ্রহণের জন্য প্রতিটি দল পাচ্ছে ১ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় এক কোটি ৫২ লাখ টাকা করে। তাছাড়া অবস্থানের জন্যেও থাকছে পুরস্কার।
সেরা চার দল তো বটেই, আট দলের মাঝে ছয়ে থাকলেও থাকছে অগ্রাধিকার। ছয়ের বাহিরে থাকলে যেখানে পাবার কথা ১ কোটি ৭০ লাখ করে, সেখানে ছয়ে থাকলে লাভ প্রায় দ্বিগুণ।
পঞ্চম ও ষষ্ঠ অবস্থান নিশ্চিত করা দলের ৩ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ৪ কোটি ২৫ লাখ টাকা করে বরাদ্দ রেখেছে আইসিসি। সব হারানো বাংলাদেশ এখন আছে সে লক্ষ্যেই।
ভারতের বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরে আসর শুরুর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের হারে বিদায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। আর গতকাল শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টির কারণে মাঠেই নামার সুযোগ হয়নি টাইগারদের। ফলে জয় ছাড়াই ফিরতে হবে টাইগারদের।
শেষ খেলা মাঠে না গড়াতে পয়েন্ট ভাগাভাগি হয়, বাংলাদেশ পায় ১ পয়েন্ট। এই পয়েন্ট নিয়েই অবশ্য টাইগাররা এখন আছে দুই দল মিলিয়ে ছয় নম্বরে। ফলে আর্থিকভাবে লাভবান হবার সুযোগ আছে টাইগারদের। তবে আছে যদি-কিন্তুর খেলা। সমীকরণ মেলাতে আরো এক ম্যাচ অপেক্ষা করতে হবে টাইগারদের।
আগামীকাল ১ মার্চ (শনিবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ইংল্যান্ড হারলে এই অবস্থান ধরে রাখবে শান্তর দল। তবে ইংলিশরা জিতে গেলে সব শেষ, সাতে নেমে কেবল পাকিস্তানের উপর থাকবে টাইগাররা।
ফলে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচের ফলাফলের অপেক্ষায় থাকতে হচ্ছে বাংলাদেশকে। এই ফলাফলের জন্য দক্ষিণ আফ্রিকার সমর্থক হয়ে থাকবে বাংলাদেশ। আরো এক ম্যাচ থাকল অপেক্ষায়।