সিমন্স-সালাউদ্দিন জুটিতেই আস্থা বিসিবি’র

চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করতে পারেনি বাংলাদেশ। শেষ কিছু সিরিজের ফলাফলও আশাবাঞ্চক নয়। তবুও ফিল সিমন্সেই আস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। আরো লম্বা সময়ের জন্য তার সার্ভিস চায় তারা।

2222

চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করতে পারেনি বাংলাদেশ। শেষ কিছু সিরিজের ফলাফলও আশাবাঞ্চক নয়। তবুও ফিল সিমন্সেই আস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। আরো লম্বা সময়ের জন্য তার সার্ভিস চায় তারা।

সোমবার (৩ মার্চ) মিরপুরে নিজ কার্যালয়ে বিসিবি’র পরিচালনা পর্ষদের সভা বসে। যেখানে উঠে আসে মাঠ ও মাঠের বাহিরের নানা প্রসঙ্গ। আলোচনা হয় কোচদের চুক্তির মেয়াদ নিয়েও।

চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই সিমন্স ও সালাউদ্দিনের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে বিসিবি’র। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দু’ ম্যাচ হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। শেষ ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে।

আপাতত বাংলাদেশ দলের কোনো খেলা নেই। পরের সিরিজ আগামী মাসের মাঝামাঝি দেশের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দু’ ম্যাচের টেস্ট সিরিজ। খুব একটা তাড়াহুড়ো না থাকলেও কোচ নিয়ে অপেক্ষা বাড়াতে চায় না বিসিবি।

তবে নতুন মুখ নয়, পুরনোতেই ভরসা রাখতে চায় বিসিবিম চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থ হলেও সিমন্স-সালাউদ্দিন জুটির উপর আস্থা হারাচ্ছে না তারা। সভা শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানান ফাহিম।

ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম এই প্রসঙ্গে জানান প্রধান কোচ ফিল সিমন্স ও সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাজে সন্তুষ্ট বিসিবি। দু’জনকেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখতে চায় তারা।

ফাহিম বলেন, ‘আমাদের প্রধান কোচ ও সিনিয়র সহকারী কোচের চুক্তি মার্চের মাঝামাঝি পর্যন্ত আছে। তাদের কাজে আমরা সন্তুষ্ট। তাদের সাথে আমরা আবার যোগাযোগ করব। তবে বনিবনা না হলে হয়তো বাইরে থেকে চিন্তা করতে হবে।’

‘তবে আমরা আশা করছি, যারা আমাদের সাথে ছিলেন, তাদের সাথে সন্তোষজনক আলাপ-আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানে পৌঁছতে পারব।’

এই সময় স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সাথে দীর্ঘ মেয়াদি চুক্তি হবার তথ্য জানান ফাহিম।

তবে ভালো মানের দু’জন ফিল্ডিং কোচ আনা হবে বলে নিশ্চিত করেন নাজমুল আবেদীন। তিনি বলেন, ‘ফিল্ডিংয়ের ব্যাপারটিতে আমরা জোর দিতে চাই। দেশীয় ফিল্ডিং কোচ আমাদের নেই, তা নয়। তবে আমাদের মনে হয়েছে, খুব উঁচুমানের ফিল্ডিং কোচ দরকার।’

‘তারা শুধু জাতীয় দল নয়, নিচেও কাজ করবে। এইচপি দল, ডেভেলপমেন্টে কাজ করতে চাইবে। এজন্য দু’জন ফিল্ডিং কোচের কথা এসেছে এবং আমরা দু’জনেরই খোঁজ করব।’ যোগ করেন ফাহিম।

এছাড়া গেম ডেভেলপমেন্টের স্পিন বোলিং কোচ সাবেক পাকিস্তানি লেগ স্পিনার শাহেদ মেহমুদের দায়িত্বের মেয়াদ বাড়ানো হয়েছে ছয় মাস।