চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে যারা

প্রত্যাশিত পারফর্ম করতে না পারায় স্বাভাবিকভাবেই একাদশে নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার। নেই স্বাগতিক পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড দলেরও কেউ। অতিরিক্ত থাকা একজনও ভারতীয়।

নয়া দিগন্ত অনলাইন
305
ছবি : সংগৃহীত

শিরোপা নিষ্পত্তির মাধ্যমে শেষ হয়েছে ১৯ দিনের চ্যাম্পিয়নস ট্রফি আসর। শিরোপা গেছে ভারতে। শুধু শিরোপা নয়, আইসিসির ঘোষিত আসরের সেরা একাদশেও দেখা মিলল ভারতীয়দের আধিপত্য।

ব্যাট-বলের লড়াইয়ে আলাদাভাবে নজর কাড়া বেশ কয়েকজন ক্রিকেটার নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। সেরা এগারোর মাঝে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটার জায়গা পেয়েছেন ভারত থেকে।

শিরোপা জিততে না পারা নিউজিল্যান্ডেরও একাধিক ক্রিকেটার আছেন সেরা একাদশে। দ্বিতীয় সর্বোচ্চ চারজন আছেন রানার্সআপ দলটা থেকে। বাকি দু’জন ঠাঁই পেয়েছেন আসরে বাজিমাত করা আফগানিস্তান দল থেকে।

প্রত্যাশিত পারফর্ম করতে না পারায় স্বাভাবিকভাবেই একাদশে নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার। নেই স্বাগতিক পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড দলেরও কেউ। অতিরিক্ত থাকা একজনও ভারতীয়।

আফগানিস্তান থেকে সেরা একাদশে জায়গা পেয়েছেন ইব্রাহিম জাদরান ও আজমতউল্লাহ ওমরজাই। ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। দলটার নেতৃত্ব দেবেন কিউই অধিনায়ক মিচেল সান্টবার।

আসরজুড়ে অবিশ্বাস্য ক্যাচ নিয়ে চমকে দেয়া গ্লেন ফিলিপস ও আসরে সর্বোচ্চ ১০ উইকেট নেয়া ম্যাট হেনরি আছেন একাদশে। আর ভারত থেকে আছে বিরাট কোহলি, লোলেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, বরুণ চক্রবর্তী ও মোহাম্মদ শামি।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ

রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান) বিরাট কোহলি (ভারত), শ্রেয়াস আইয়ার (ভারত), লোকেশ রাহুল (ভারত), গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), মিচেল স্যান্টনার (অধিনায়ক, নিউজিল্যান্ড), মোহাম্মদ শামি (ভারত), ম্যাট হেনরি (নিউজিল্যান্ড), বরুণ চক্রবর্তী (ভারত)।

দ্বাদশ : অক্ষর প্যাটেল (ভারত)