গ্রুপ চ্যাম্পিয়ন হতে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

গ্রুপ চ্যাম্পিয়ন হতে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড
গ্রুপ চ্যাম্পিয়ন হতে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

আজ মাঠে নামছে ভারত ও নিউজিল্যান্ড। সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় দু’দলের ম্যাচটা তাই এখন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। অপরাজিত থেকে সেরা চারে পা রাখার। খেলা শুরু আজ রোববার দুপুর ৩টায়।

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের চার দল নিশ্চিত হয়েছে আগেই। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচটা কেবল অনেকটা নিয়ম রক্ষার। তবে এই ম্যাচেও আছে সমীকরণ, ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি হবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে।

তবে সমীকরণ রয়েছে আরো একটি। এই ম্যাচ দিয়ে যেমন নির্ধারিত হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল। পাশাপাশি ঠিক হবে সেমিফাইনালের প্রতিপক্ষ ও ভেন্যু। ফলে ম্যাচটা একেবারে গুরুত্বহীন বলা যায় না।

গ্রুপ চ্যাম্পিয়ন দল শেষ চারে প্রতিপক্ষ হিসেবে পাবে ‘বি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়াকে। আর অন্যদল সেমিফাইনাল খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

দু’দলই সেমিফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে। সমান চার পয়েন্ট তাদের। তবে আজ দুবাইয়ে যেকোনো এক দলকে পেতে হবে পরাজয়ের স্বাদ।

তবে এই ম্যাচে নকআউট পর্বের আগে প্রয়োজনীয় শেষ পরীক্ষা সেরে নিতে পারে দু’দলই। বিশ্রাম পেতে পারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এছাড়া লোকেশ রাহুলের বদলে দেখা যেতে পারে ঋষভ পান্তকে। সুযোগ মিলতে পারে বরুণ চক্রবর্তীর।

অন্যদিকে, অভিজ্ঞ কেন উইলিয়ামসনকে বিশ্রাম দিতে পারে কিউইরক। তার জায়গায় প্রথম একাদশে আসতে পারেন মার্ক চাপম্যান। মিচেল ব্রেসওয়েলের জায়গায় প্রথম একাদশে আসতে পারেন ড্যারিয়েল মিচেল।

ইতিহাস বলছে দু’দলের লড়াইটা হয় সেয়ানে সেয়ানে। ওয়ানডেতে ১১৮ দেখায় ভারতের ৬০ জয় আর নিউজিল্যান্ডের ৫০ জয়ের পরিসংখ্যানই বলে দেয় কেউ কম যায় না কারো থেকে।

এর আগে চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড। যা ছিল ২০০০ সালে কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল।

সেবার সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারত আগে ব্যাট করে ৬ উইকেটে ২৬৪ রান তোলে। যা পরে ক্রিস কেয়ার্নসের অপরাজিত ১০২ রানে ভর করে ২ বল ও ৪ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় নিউজিল্যান্ড