বাড়ছে ম্যাচ ফি
ক্রিকেটারদের সুখবর দিলো বিসিসি
মুশফিকুর রহিম ‘বি’ ক্যাটাগরিতে থাকলেও, নেই মাহমুদউল্লাহ রিয়াদ!
বাড়ছে ক্রিকেটারদের ম্যাচ ফিও। মাঠে নামলেই মোটা অঙ্কের টাকা ঢুকবে ক্রিকেটারদের পকেটে। যেখানে বড় লাফ দেবেন সাদা পোশাকে, এক ম্যাচ খেললেই পাবেন...

প্রকাশ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তি। আগামী এক বছর যে ক্রিকেটারদের বেতন-ভাতার সুবিধা দেবে বোর্ড, তাদের নাম প্রকাশ্যে এনেছে তারা। একইসাথে দেয়া হয়েছে সুখবর, বাড়ছে ম্যাচ ফি।
সোমবার এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। পাঁচটি ক্যাটাগরিতে চুক্তিতে ঠাঁই পেয়েছেন ২২ জন ক্রিকেটার। যেখানে মুশফিকুর রহিম ‘বি’ ক্যাটাগরিতে থাকলেও, নেই মাহমুদউল্লাহ রিয়াদ।
যেখানে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আছেন কেবল তাসকিন আহমেদ। তিনি মাসে বোর্ড থেকে ১০ লাখ টাকা বেতন পাবেন। ‘এ’ ক্যাটাগরিতে থাকা নাজমুল হোসেন শান্ত, মেহেদী মিরাজ ও লিটন দাস পাবেন ৮ লাখ টাকা করে।
‘বি’ ক্যাটাগরিতে থাকা সাতজন- মুশফিকুর রহিম, মমিুনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা পাবেন ৬ লাখ টাকা করে।
সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম সাকিব ও শেখ মাহেদী ‘সি’ ক্যাটাগরি থেকে পাবেন ৪ লাখ টাকা করে। আর ‘ডি’ গ্রুপে থাকা খালেদ আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ মাসে ২ লাখ টাকা বেতন পাবেন।
একইসাথে জানা গেল, বাড়ছে ক্রিকেটারদের ম্যাচ ফিও। মাঠে নামলেই মোটা অঙ্কের টাকা ঢুকবে ক্রিকেটারদের পকেটে। যেখানে বড় লাফ দেবেন সাদা পোশাকে, এক ম্যাচ খেললেই পাবেন ৮ লাখ টাকা!
ওয়ানডেতেও বেড়েছে ম্যাচ ফি। একটা ম্যাচ খেললেই লিটন-তাসকিনরা পাবেন চার লাখ টাকা করে। আর টি-টোয়েন্টি ম্যাচেও বাড়ছে টাকার পরিমাণ। ম্যাচ প্রতি আড়াই লাখ টাকা করে পাবেন ক্রিকেটাররা।
আগে টেস্টে এক ম্যাচে ৬ লাখ, ওয়ানডেতে ৩ লাখ ও টি-টোয়েন্টিতে ২ লাখ টাকা করে পেতেন চুক্তিতে থাকা খেলোয়াড়েরা।