আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

চ্যাম্পিয়ন হতে ভারতের প্রয়োজন ২৫২ রান

দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে টসে জিতে যেভাবে শুরু করেছিল নিউজিল্যান্ড, মনে হচ্ছিলো বড় পুঁজির দিকেই এগোচ্ছে তাদের ইনিংস। তবে আশায় গুঁড়োবালি ঢেলে দেন ভারতীয় স্পিনাররা।

newziland
সংগৃহীত

নয়া দিগন্ত অনলাইন

পুরো পঞ্চাশ ওভার ব্যাট করলো বটে নিউজিল্যান্ড, তবে বড় পুঁজি পাওয়া হয়নি। কোনো রকমে পেরিয়েছে ২৫০ রানের গণ্ডি। কিউইরা বাঁধা পড়েছে ৭ উইকেটে ২৫১ রানে। চ্যাম্পিয়ন হতে সহজ লক্ষ্যই পেল ভারত।

দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে টসে জিতে যেভাবে শুরু করেছিল নিউজিল্যান্ড, মনে হচ্ছিলো বড় পুঁজির দিকেই এগোচ্ছে তাদের ইনিংস। তবে আশায় গুঁড়োবালি ঢেলে দেন ভারতীয় স্পিনাররা।

চার স্পিনারের তোপে দ্রুতই খোলসবন্দী হয়ে পড়ে কিউই ব্যাটাররা। ডেরিয়েল মিচেলের লড়াকু ১০১ বলে ৬৩ ও মিচেল ব্রেসওয়েলের শেষ দিকের ৪০ বলে ৫৩* রানে ২৫০ পেরোয়া নিউজিল্যান্ড৷

৭.৫ ওভারে ভাঙে উদ্বোধনী জুটি। উইল ইয়ং ফেরেন চক্রবর্তীর শিকার হয়ে ১৫ রান করে। রাচিন রাবিন্দ্র আশা জাগালেও ইনিংস বড় করতে পারেনি, ২৯ বলে ৩৭ করে ধরা পড়েন কূলদীপের জালে। দ্রুত ফেরেন কেন উইলিয়ামসনও (১১)।

দলের নির্ভরযোগ্য দুই ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে যায় কিউইরা। সেই ধাক্কা সামলে তুলতে গিয়ে সুবিধা করতে পারেননি টম লাথামও, ৩০ বলে ১৪ রানে আউট হোন তিনি। ১০৮ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড।

এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে ডেরিয়েল মিচেল হাল ধরার চেষ্টা করেন। তবে কমে রানের গতি। জুটিতে আসে ৮৭ বলে ৫৭ রান। ফিলিপস আউট হোন ৩৪ রানে। ব্রেসওয়েলকে নিয়ে আরো ৪৬ রান যোগ করেন মিচেল।

তবে তার বিদায়েই ভাঙে জুটি। শেষ দিকে আর কেউ সুবিধা করতে পারেনি। বরুণ ও কূলদীপ ২টি করে ও শামি ও রাবিন্দ্র জাদেযা নেন ১টি করে উইকেট।