বড় চমক

পাকিস্তান দলে নেই বাবর, রিজওয়ান ও আফ্রিদি

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার ধাক্কা সামলে উঠতে পারেনি পাকিস্তান। এখনো টালমাটাল তাদের ক্রিকেট। তবে বসে থাকার সুযোগ নেই। চলতি মাসেই নিউজিল্যান্ড সফরে যাবে তারা। খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।

pakistan-red-ball-team-20241204163033

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার ধাক্কা সামলে উঠতে পারেনি পাকিস্তান। এখনো টালমাটাল তাদের ক্রিকেট। তবে বসে থাকার সুযোগ নেই। চলতি মাসেই নিউজিল্যান্ড সফরে যাবে তারা। খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।

সেই সিরিজকে সামনে রেখে মঙ্গলবার (৪ মার্চ) দল প্রকাশ করেছে পিসিবি। ঘোষিত দু’ ফরম্যাটের দলেই আছে বড় চমক। চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার জেরে ব্যাপক পরিবর্তন এসেছে দলে।

সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। তবে টি-টোয়েন্টি দলে নেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, ওয়ানডেতে ঠাঁই হয়নি শাহিন আফ্রিদি ও হারিস রউফের।

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে বাবর-রিজওয়ানদের ছাড়াই খেলেছিল পাকিস্তান। তখন তাদের বিশ্রামের কথা বলা হলেও এবার কিউইদের বিপক্ষে সিরিজেও ফেরানো হয়নি তাদের। নেই নাসিম শাহও।

জিম্বাবুয়ে সিরিজের মতো এবারো নেতৃত্ব দেবেব আগা সালমান। তার সহকারী হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন শাদাব খান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটছে তার।

এদিকে, ওয়ানডেতে বাবর-রিজওয়ান থাকলেও, জায়গা হয়নি দলের অভিজ্ঞ দু’ পেসার শাহিন আফ্রিদি ও হারিস রউফের। তারা বাদ পড়ায় পেসার আকিফ জাভেদ প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন।

টি-টোয়েন্টি দিয়ে প্রথমবার পাকিস্তানের স্কোয়াডে ডাক পেয়েছেন হাসান নেওয়াজ ও আবদুল সামাদ। আসছেন ওমাইর ইউসুফও।

উল্লেখ্য, ১৬ মার্চ প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ।

টি-টোয়েন্টি স্কোয়াড

হাসান নেওয়াজ, ওমাইর ইউসুফ, মোহাম্মদ হারিস, আবদুল সামাদ, সালমান আলি আগা (অধিনায়ক), ইরফান নিয়াজি, খুশদিল শাহ, শাদাব খান, আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, মোহাম্মদ আলি, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ ও উসমান খান।

ওয়ানডে স্কোয়াড

মোহম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান নিয়াজি, নাসিম শাহ, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির।