ব্যস্ত সূচি বাংলাদেশের, থাকছে অনূর্ধ্ব-১৯ দলের খেলাও
ব্যস্ততা আছে জুনিয়র টাইগারদেরও। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাবে অনূর্ধ্ব-১৯ দলও। ইতোমধ্যে সিরিজের সূচিও প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

ব্যস্ত মৌসুম অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, ব্যস্ততা বাড়ছে বয়সভিত্তিক দলগুলোরও। খেলা থাকবে ‘এ’ দলেরও।
জাতীয় দলের ক্রিকেটাররা বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যস্ত সময় পার করছেন। তবে আসর শেষ হলেও খুব একটা ফুসরত নেই তাদের। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশে আসবে জিম্বাবুয়ে।
তবে ব্যস্ততা আছে জুনিয়র টাইগারদেরও। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাবে অনূর্ধ্ব-১৯ দলও। ইতোমধ্যে সিরিজের সূচিও প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
মঙ্গলবার প্রকাশিত সূচিতে দেখা যায়, ২৪ এপ্রিল যুব দল ও লঙ্কানদের ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে শুরু হবে এই সফর। ২৬ এপ্রিল শুরু হবে মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে।
বাকি চারটি ম্যাচ হবে ২৮ এপ্রিল, ১, ৩, ৬ ও ৮ মে তারিখে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার হাম্বানটোটায়।
এদিকে দু’টি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে মে মাসে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল। যদিও এখনো সূচি প্রকাশ পায়নি।