বিসিবি
কেন্দ্রীয় চুক্তিতে মুশফিক-মাহমুদউল্লাহ, সর্বোচ্চ আয় তাসকিনের
‘কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাচ্ছেন নাসুম আহমেদ, খালেদ আহমেদরাও। তারা থাকছেন সর্বশেষ ক্যাটাগরি ‘ডি’তে। আর আগের তালিকা থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান।’

নয়া দিগন্ত অনলাইন
আন্তর্জাতিক ক্রিকেটে দেড়যুগ পার করেছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের সময়কার অনেকেই এখন ব্যাট-প্যাড গুছিয়ে ফেলেছেন, অনেকেই আবার বিদায় বলে দিয়েছেন জাতীয় দলকে।
অথচ মুশফিক ও মাহমুদউল্লাহ এখনো অটো চয়েস হয়ে খেলে যাচ্ছেন জাতীয় দলে। যার প্রভাব পড়তে শুরু করেছে দলেও। আগের মতো যেমন দায়িত্ব নিতে পারছেন না তারা, তেমনি পেছনে ফেলে এসেছেন নিজেদের সেরা সময়।
সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতেও আশানুরূপ কিছুই করতে পারেননি মুশফিক-মাহমুদউল্লাহ। একেবারেই ব্যর্থ ছিলেন তারা। ধারণা করা হচ্ছিল, হয়তো আসর শেষে তাদের নিয়ে নতুন করে ভাববে বিসিবি।
তবে হয়নি তার কিছুই। জবাবদিহিতা বা সাহসী সিদ্ধান্ত তো দূর, তাদের নিয়েই নতুন বছরের কেন্দ্রীয় চুক্তি করতে যাচ্ছে বিসিবি। ইতোমধ্যে তৈরি করেছে খসড়াও। যদিও আগের মতো সেরা অবস্থানে নয়, কিছুটা নিচের দিকে থাকবেন তারা।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে। যেখানে জানা যায়, এখন আর টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টির জন্য আলাদা চুক্তি নয়, বরং গ্রেডিং হবে এ+, এ, বি, সি ও ডি ক্যাটাগরিতে।
তথ্য অনুযায়ী নতুন চুক্তিতে একমাত্র সর্বোচ্চ এ প্লাস ক্যাটাগরিতে থাকছেন তাসকিন আহমেদ। ‘এ’ ক্যাটাগরিতে থাকছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী মিরাজ, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম।
মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমানদের পাশাপাশি তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা জায়গা পাচ্ছেন ‘বি’ ক্যাটাগরিতে।
সি’ ক্যাটাগরিতে থাকছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদীরা।
কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাচ্ছেন নাসুম আহমেদ, খালেদ আহমেদরাও। তারা থাকছেন সর্বশেষ ক্যাটাগরি ‘ডি’তে। আর আগের তালিকা থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান।