চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আম্পায়ার যারা

এর আগে দুজনেই সেমিফাইনাল ম্যাচ পরিচালনা করেছেন। ইলিংওয়ার্থ ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের দায়িত্বে ছিলেন। অন্যদিকে, পল রাইফেল ছিলেন নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে।

Umpires
ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন পল রাইফেল ও রিচার্ড ইলিংওয়ার্থ | সংগৃহীত

দেখতে দেখতে প্রায় শেষ হয়ে এলো চ্যাম্পিয়ন্স ট্রফি। আর মাত্র একটি ম্যাচ, তারপরই পর্দা নামবে ক্রিকেটের বৈশ্বিক এই আসরের। শিরোপানির্ধারণী সেই ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

আগামী রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে খেলা পরিচালনাকারীদের তালিকা প্রকাশ করেছে আইসিসি।

জানা গেছে, ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন পল রাইফেল ও রিচার্ড ইলিংওয়ার্থ। দুজনই আইসিসির এমিরেটস এলিট প্যানেলভুক্ত আম্পায়ার।

এর আগে দুজনেই সেমিফাইনাল ম্যাচ পরিচালনা করেছেন। ইলিংওয়ার্থ ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের দায়িত্বে ছিলেন। অন্যদিকে, পল রাইফেল ছিলেন নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে।

চারবারের আইসিসি বর্ষসেরা আম্পায়ার ইলিংওয়ার্থ এর আগে ২০২৩ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছেন।

এমনকি গত জানুয়ারিতে টানা তৃতীয় ও ক্যারিয়ারে চতুর্থবারের মতো আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছিলেন ইলিংওয়ার্থ।

এছাড়া ফাইনালে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন রঞ্জন মাদুগালে।