কাবাডিতে বাংলাদেশের ব্রোঞ্জ জয়
‘এটা বাংলাদেশের কাবাডির জন্য গর্বের। খেলোয়াড় হিসেবে আমি এই আসরে অংশ নিলেও পদকের দেখা পায়নি। এবার কোচ হিসেবে পদক পেলাম।’

ক্রীড়া প্রতিবেদক
পদক জয়ের ঘোষণা দিয়েই ইরান গিয়েছিল বাংলাদেশ নারী কাবাডি দল। শেষ পর্যন্ত সেই পদকের দেখা পেয়েছে তারা।
শুক্রবার (৭ মার্চ) গ্রুপ পর্বের ম্যাচে থাইল্যান্ডকে ৪২-২৭ পয়েন্টে হারিয়ে এই পদকের নিশ্চয়তা শাহনাজ পারভীন মালেকার দলের।
এশিয়ান কাবাডিতে এই প্রথম পদকের দেখা বাংলাদেশ নারী দলের। এতে সেমিফাইনালও নিশ্চিত হয়েছে তাদের। বাংলাদেশ এর আগে ২০০৫ সালে এই আসরে ব্রোঞ্জ জিতেছিল। আজ অবশ্য সেমিতে বাংলাদেশ ১৮-৪১ পয়েন্টে হেরেছে ইরানের কাছে।
প্রথম ম্যাচে বাংলাদেশ ২৩-৬৪ পয়েন্টে হেরেছিল ভারতের কাছে। এরপর দ্বিতীয় ম্যাচে ৫২-১২ পয়েন্টে জয়ের স্বাদ পায় মালয়েশিয়ার বিপক্ষে। ফলে কাল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল অঘোষিত কোয়ার্টার ফাইনালের মতো। কারণ থাইল্যান্ডও এক ম্যাচ জিতেছিল।
শুরুতে থাই মেয়েরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিলেও শ্রাবনী, রুপালী, বৃস্টিদের দাপটে পাত্তাই পায়নি প্রতিপক্ষরা। লাল-সবুজ মেয়েরা প্রথমার্ধে ২২-১৩ পয়েন্টে এগিয়ে ছিল। বিরতির পর থাইল্যান্ড চেষ্টা করলেও বাংলাদেশ দল ছিল দুর্বার। ফলে বিস্তর ব্যবধানেই জয়।
ম্যাচের পর বাংলাদেশ কোচ মালেকা বলেন, ‘এটা বাংলাদেশের কাবাডির জন্য গর্বের। খেলোয়াড় হিসেবে আমি এই আসরে অংশ নিলেও পদকের দেখা পায়নি। এবার কোচ হিসেবে পদক পেলাম।’