ফখর জামান

অবসরের গুঞ্জন উড়িয়ে যা বললেন

এই ইনজুরির কারণে ফখরের অবসর নেয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এবার তিনি সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে জানান দিলেন, ‘অবসর নেয়ার গুঞ্জন ভিত্তিহীন। আমি এখন সুস্থ। দ্রুততম সময়ে দলে যোগ দেয়ার আশা রাখি।’

fakhar zaman
সংগৃহীত

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন ফখর জামান। ইনজুরির কারণে খেলার প্রথম দিকেই ছিটকে যান তিনি। ছিলেন না খেলার মাঠে। লড়াকু এই ব্যাটারকে মাঠে না দেখেই গুঞ্জন ওঠে ক্রিকেট থেকে অবসরের। কিন্তু ফখর তা উড়িয়ে দিলেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল স্বাগতিক দল পাকিস্তান। আর দলের এমন ব্যর্থতার মাঝে ইনজুরির কারণে মাঠ থেকে সরে দাঁড়ালেন ফখর জামান।

পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে ফখরকে জাতীয় দলে ফেরানো হয়। দলের আশা ছিল, ফখর জামান পুরো টুর্নামেন্ট শেষ করবেন। কিন্তু তা আর হলো না। উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় বলেই চার আটকাতে গিয়ে চোট পান তিনি। এরপর আর দলে ফিরতে পারেননি।

এই ইনজুরির কারণে ফখরের অবসর নেয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এবার তিনি সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে জানান দিলেন, অবসর নেয়ার গুঞ্জন ভিত্তিহীন। আমি এখন সুস্থ। দ্রুততম সময়ে দলে যোগ দেয়ার আশা রাখি।’

সামনেই পাকিস্তান সুপার লিগ। এর মধ্যে দ্রুততম সময়ে দলে ফিরতে সব ধরনের চেষ্টা করছেন ফখর জামান। বর্তমানে লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন পাকিস্তানের এই লড়াকু ব্যাটার।