চ্যাম্পিয়ন্স ট্রফি

লজ্জাজনক রেকর্ড পাকিস্তানের

নানান নাটকীয়তার মধ্য দিয়ে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। শুরুতেই স্বাগতিক হয়েও বাদ পড়েছে পাকিস্তান। শেষ পর্যন্ত কার হাতে উঠে জয়ের মালা, শিরোপা নিয়ে শেষ হাসি কাদের তা দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।

pakistan
সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক দেশ হিসেবে কোনো ম্যাচ না জিতেই এবার বিদায় নিলো পাকিস্তান। এর আগে

২০০০ সালে কেনিয়া প্রথম বিদায় নিয়েছিল স্বাগতিক হয়ে। ওই সময় নিচের সারির র‌্যাঙ্কিংধারীদের নিয়ে প্লে-অফ পর্ব খেলেছিল কেনিয়া।

পরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নকআউট টুর্নামেন্টের খেলার নাম পরিবর্তন করে রাখে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি’। এরপর স্বাগতিক হয়ে এবারই লজ্জাজনক রেকর্ড গড়ল বাবর-রিজওয়ানরা। কেনিয়ায় অনুষ্ঠিত হওয়া ওই আসরের ফরম্যাট ছিল এবারের তুলনায় আলাদা।

আয়োজক হয়ে দারুণ ফর্মে ছিল শ্রীলঙ্কা। ২০০২ সালে তারা যৌথভাবে শিরোপা জিতে নেয়। কলম্বোতে দুই দিন বৃষ্টির পর আর খেলা মাঠে গড়ায়নি। ফলে ভারতের সাথে শিরোপা ভাগাভাগি হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে ভারত ও শ্রীলঙ্কা।

এদিক থেকে একেবারেই কপাল পোড়া বলা যায় ইংল্যান্ডকে। ২০০৪ ও ২০১৩ সালে তারা রানারআপ হয়েছিল। ২০০৪ সালে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে। আর ২০১৩ সালে হেরেছে ভারতের সাথে। এই দুই হারে স্বাগতিক হয়েও শিরোপা ধরে রাখতে পারেনি।

এ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আটটি আসর হচ্ছে। এর মধ্যে দুইবার করে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। টানা দুই আসরে শিরোপা নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। এছাড়া একবার করে শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

আর এবার নানান নাটকীয়তার মধ্য দিয়ে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। শুরুতেই স্বাগতিক হয়েও বাদ পড়েছে পাকিস্তান। শেষ পর্যন্ত কার হাতে উঠে জয়ের মালা, শিরোপা নিয়ে শেষ হাসি কাদের তা দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।