কাল মাঠে গড়াচ্ছে বিসিএল
এই প্রথম তিন মাঠে হচ্ছে বিসিএল। এতো দিন কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে হতো বিসিএল। এখন সেখানে সংস্কার কাজ চলছে। তাই ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম, বসুন্ধরা কিংসের প্র্যাকটিস গ্রাউন্ড এবং পূর্বাচলের জলসিঁড়ি আবাসিক এলাকার পাশে ফর্টিসের প্র্যাকটিস মাঠ।

ক্রীড়া প্রতিবেদক
আবেদন করেছিল ১৪টি ক্লাব। কিন্তু লাইসেন্স পেয়েছিল ১১টি ক্লাব। এর মধ্যে নোফেল স্পোর্টিং ক্লাব ফুটবলারদের রেজিস্ট্রেশন করায়নি। ফলে ১০ দল খেলছে এবারের বাংলাদেশ চ্যাম্পিয়ন শিপ লিগে।
এই দলগুলোকে নিয়ে কাল ৯ মার্চ থেকে শুরু হচ্ছে পেশাদার লিগের সেকেন্ড টায়ারের এই লিগ।
এই প্রথম তিন মাঠে হচ্ছে বিসিএল। এতো দিন কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে হতো বিসিএল। এখন সেখানে সংস্কার কাজ চলছে। তাই ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম, বসুন্ধরা কিংসের প্র্যাকটিস গ্রাউন্ড এবং পূর্বাচলের জলসিঁড়ি আবাসিক এলাকার পাশে ফর্টিসের প্র্যাকটিস মাঠ।
এবারের লিগ অংশ নেয়া দলগুলো হলো বাফুফে এলিট অ্যাকাডেমি, পিডব্লুডি, ওয়ারী ক্লাব, উত্তর বারিধারা, ফরাশগঞ্জ স্পোর্টিং, লিটিল ফ্রেন্ডস, আরামবাগ ক্রীড়া সংঘ , ঢাকা রেঞ্জার্স এফসি, বিআরটিসি ও সিটি ক্লাব। এই লিগ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল প্রিমিয়ারে উঠবে। আর নীচের দুই দল নেমে যাবে সিনিয়র ডিভিশন লিগে।
লিগে শিরোপার লড়াই হবে চার দলের মধ্যে। এগুলো হলো আরামবাগ ক্রীড়া সংঘ, উত্তর বারিধারা, সিটি ক্লাব ও পিডব্লুডি। আরামবাগের কোচ আকবর হোসেন রিদন। তিনি আশাবাদী আরামবাগকে নিয়ে। তার টিমে বাংলাদেশ দলে খেলা স্ট্রাইকার মোহাম্মদ জুয়েল আছেন। রয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাবেক স্ট্রাইকার জাকির হোসেন জিকু। সিটি ক্লাবের কোচ মাহাবুর আলী মানিক।
এই দলের উল্লেখ্য যোগ্যদের মধ্যে জাতীয় দলে থাকা গোলরক্ষক মোহাম্মদ নেহাল। এছাড়া লম্বা সময় ধরে প্রিমিয়ারে খেলা আনিসুল আলম সুইটও আছেন সিটি ক্লাবে। জাতীয় দলের সাবেক ফুটবলার আনোয়ার হোসেন পিডব্লডির দায়িত্বে। এই দলে ভালো কিছু ফুটবলার আছেন।
কাল গাজীপুর স্টেডিয়ামে ওয়ারীর প্রতিপক্ষ উত্তর বারিধারা। কিংস এরিনার প্র্যাকটিস গ্রাউন্ডে বাফুফে এলিট খেলবে পিডব্লুডির বিপক্ষে। ফর্টিসের মাঠে মুখোমুখি হবে ফরাশগঞ্জ ও লিটিল ফ্রেন্ডস। সব গুলো ম্যাচই বিকেল পৌনে তিনটায়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে যেসব ফুটবলার ক্লাব পায়নি তাদেরই শেষ আশ্রয় এই বিসিএল। দেশী ফুটবলারদের এই লিগ স্থানীয়দের প্রমাণেরও সুযোগ। তবে এই লিগে ম্যাচ পড়াপেটার অভিযোগটা বেশি। বিচারও কম হয়।