প্রিমিয়ার লিগ

শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকল লিভারপুল

এ নিয়ে ২৮ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে আছে লিভারপুল, নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে গোলশূন্য ড্র করে লিভারপুলের চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল।

liverpool
সংগৃহীত

প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে আরো এক ধাপ এগিয়ে থাকল লিভারপুল। বুধবার (২৬ ফেব্রুয়ারি) নিজেদের মাঠে অ্যানফিল্ডে তারা ২-০ গোলে নিউক্যাসলকে হারিয়েছে।

খেলার শুরু থেকেই নিউক্যাসেলকে চাপে রাখে মোহাম্মদ সালাহরা। খেলার ১১ মিনিটে ডমিনিক জবোচলাইয়ের গোলে এগিয়ে যায় আর্নে স্লটের দল। এরপর ৬৩ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন বিশ্বজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড ম্যাক অ্যালিস্টার।

এ নিয়ে ২৮ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে আছে লিভারপুল, নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে গোলশূন্য ড্র করে লিভারপুলের চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল।