প্রিমিয়ার লিগ
সেরা চারে এলো ট্রেবলজয়ী সিটি
লিভারপুলের সাথে ইনজুরির কারণে খেলতে পারেননি হালান্ড। ওই খেলায় ২-০ গোলে হেরে যায় সিটি। তবে হালান্ডকে গোল পেতে বেশিদিন অপেক্ষা করতে হয়নি। মাঠে নেমেই জেরেমি ডোকুর নিচু ক্রস থেকে মাত্র ১২ মিনিটের মাথায় গোল করেন আর্লিং হালান্ড। ওই এক গোলেই জয় তুলে নেয় সিটি।

সিটির নাম এলেই চোখের সামনে ভাসে হালান্ডের নাম। একের পর এক কীর্তি গড়ে ছুটে চলছেন দুরন্ত গতিতে। মাঠে নামলেই নজির হয়ে যান নিজেই। এবার প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তার প্রথম তিনটি মৌসুমে ২০টি গোল করার কীর্তি গড়েছেন হালান্ড।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) টটেনহ্যামের বিপক্ষে আর্লিং হালান্ডের করা একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জিতে শীর্ষ চারে উঠে এসেছে ম্যানসিটি।
এর আগে লিভারপুলের সাথে ইনজুরির কারণে খেলতে পারেননি হালান্ড। ওই খেলায় ২-০ গোলে হেরে যায় সিটি। তবে হালান্ডকে গোল পেতে বেশিদিন অপেক্ষা করতে হয়নি। মাঠে নেমেই জেরেমি ডোকুর নিচু ক্রস থেকে মাত্র ১২ মিনিটের মাথায় গোল করেন আর্লিং হালান্ড। ওই এক গোলেই জয় তুলে নেয় সিটি।
খেলার শুরুতেই ভালোই আধিপত্য বিস্তার করেছিল সিটি। স্বাগতিকদের গোলরক্ষক ভিকারিও এবং ডোকুর দুর্দান্ত শর্টটি আটকে দেন। এতে আর গোল করতে পারেনি সিটি। ফলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ট্রেবলজয়ী সিটি।