চ্যাম্পিয়ন্স ট্রফি

ম্যাচ শেষের আগেই সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা, আফগানদের বিদায়

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শনিবার করাচিতে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। যেখানে আগে ব্যাট করে দুই শ’র আগেই গুটিয়ে গেছে থ্রি লায়ন্সরা। ৩৮.২ ওভারে মাত্র

SA
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শনিবার করাচিতে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড | সংগৃহীত

যদিও এখনো চলছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা মধ্যকার খেলা, তবে এর মাঝেই শেষ দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শেষ হওয়ার আগেই রানরেটে এগিয়ে যাওয়ায় চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে তারা।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ শনিবার পাকিস্তানের করাচিতে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। যেখানে আগে ব্যাট করে দুই শ’র আগেই গুটিয়ে গেছে থ্রি লায়ন্সরা। ৩৮.২ ওভারে মাত্র ১৭৯ রানে অলআউট ইংল্যান্ড।

ইংল্যান্ড আগেভাগেই বিদায় নিলেও দক্ষিণ আফ্রিকার জন্য ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ, সাথে আফগানিস্তানেরও। এই ম্যাচে সেমির ভাগ্য ঝুলে ছিল তাদের। তবে এখন সব সমীকরণ শেষ। বিদায় ঘন্টা বেজে গেছে আফগানদের।

গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় অসম্ভব সমীকরণে আটকা পড়ে আফগানরা।তাদের সেমিফাইনালে যেতে হলে দক্ষিণ আফ্রিকাকে আজ কমপক্ষে ২০৭ রানে হারতে হতো।

তবে আগে ব্যাট করা ইংল্যান্ড দুই শ’র আগেই গুটিয়ে যাওয়ায় আর কোনো সুযোগ থাকছে না আফগানদের।

নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিলেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার। বিদায়ী ম্যাচটায় টসেও জেতেন তিনি, নেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। তবে সেই সিদ্ধান্ত পক্ষে যায়নি।

৩৭ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। ফিল সল্ট ৮ ও জেমি স্মিথ ০ রানে আউট হন। বেন ডাকেট আগ্রাসী শুরু করলেও ২৪ রানের বেশি করতে পারেননি। তাদের তিনজনের উইকেটই নেন মার্কো ইয়ানসেন।

জো রুট ও হ্যারি ব্রুক মিলে গড়েন ৬২ রানের জুটি। ব্রুককে ১৯ রানে ফিরিয়ে তাদের জুটি ভাঙেন। কেশভ মহারাজ। খানিকটা বাদে জো রুটও ৩৭ রানে বিদায় নেন। এরপর আর কেউ হুমকি হয়ে উঠতে পারেননি।

লিয়াম লিভিংস্টোন ৯, জেমি ওভারটন ১১ ও জফরা আর্চার ২৫ রান করেন। অধিনায়ক বাটলারও ইনিংস বড় করতে পারেননি, ৪৩ বলে ২১ রান করে লুঙ্গি এনগিডির শিকার তিনি।

ফলে ১৭৯ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডপর ইনিংস। ৩টি করে উইকেট নেন ইয়ানসেন ও উইয়ান মুল্ডার, কেশভ মহারাজের দখলে ২।